নয়া দিল্লি: পর্যটনের জন্য বাজেটে (Budget 2023-2024) সুখবর। ২০২৩-২০২৪-এর বাজেটে পর্যটন শিল্পের প্রসারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Shitaraman)। করোনার (Corona) দীর্ঘ অতিমারী কাটিয়ে কেন্দ্রীয় বাজেটে তাই কিছুটা হলেও আশার আলো দেখছে ট্যুরিজম সেক্টর।

  


অপার প্রাকৃতিক শোভার ডালি সাজিয়ে রয়েছে ভারতবর্ষ। ফি বছর যা আভ্যঃন্তরীন এবং বিদেশী পর্যটকদের আকর্ষক করে। অতিমারীতে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে এই পর্যটন শিল্প। বিশ্বজুড়ে ধাক্কা খেয়েছিল পর্যটন ব্যবস্থা। এবার সেদিকেও নজর দিতে চাইছে কেন্দ্র। যদিও পর্যটন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে তা এখনও স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য এই সেক্টরে তরুণদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও মনে করছে কেন্দ্র। আর তাই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে পর্যটনের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 


প্রস্তাবিত বাজেটে নির্মলা সীতারামণ জানিয়েছিলেন, ‘দেশ ও বিদেশের পর্যটকদের জন্য বহু আকর্ষণ রয়েছে। পর্যটনে উন্নতি করার অনেক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে যুবকদের কর্মসংস্থানের  সুযোগ রয়েছে। আমরা পর্যটনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। পর্যটনের যাতে উন্নতি হয় সেই চেষ্টা করা হবে। সরকার যেমন পর্যটনের উন্নতির জন্য উদ্যোগ নিচ্ছে তেমনই বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগেও পর্যটনের উন্নতির চেষ্টা করা হবে।’ 


কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকদের আসার হিসাবে এ পশ্চিমবঙ্গ গোটা দেশে ৬ নম্বরে রয়েছে। যা গুজরাত, রাজস্থান বা মধ্যপ্রদেশেরও আগে। আন্তর্জাতিক চেকপয়েন্ট হিসাবে কলকাতা বিমানবন্দরও রয়েছে ৬ নম্বরে। এ রাজ্যের পর্যটন বৃদ্ধির হার প্রায় ৮ শতাংশ টপকে গিয়েছে। 


২০২৪-এর লোকসভা ভোটের আগে আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নর্থ ব্লকে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে বাজেট নিয়ে অর্থ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা সেরে যান রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে বাজেট অনুমোদনের পর অর্থমন্ত্রীর গন্তব্য ছিল সংসদ ভবন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেওয়া হল বাজেটে। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর এবার সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করতে শুরু করেন নির্মলা সীতারমণ। আজ বিকেলে সাংবাদিক বৈঠক। 


আরও পড়ুন: Union Budget 2023: প্যান হবে মূল পরিচয়পত্র, ব্যাঙ্কিংয়ের জন্য সুবিধা হবে, মন্তব্য চন্দ্রশেখর ঘোষের