Budget 2025 : অতীতেও বাজেটের (Union Budget) দিনে তাঁর শাড়ির (Nirmala Sitharaman Saree) ওপর নজর ছিল সবার। এবারও যার ব্য়তিক্রম হল না। লাল, বেগুনি বা সোনালি শাড়িতে না এসে কোড়া বা হাল্কা সাদা রং বেছে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানেন, বিশেষ একজনের আবদার রাখতেই এই শাড়ি পরেছেন নির্মলা সীতারামন। 

Continues below advertisement

নির্মলার শাড়িতে ভারতের ঐতিহ্য

বাজেটের দিনে বরাবরই শাড়ির জন্য শিরোনামে থাকেন নির্মলা। লাল, নীল, হলুদ, বাদামি, অফ-হোয়াইটের মতো বৈচিত্র্যময় শাড়িতে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যে তুলে ধরেন তিনি। এই শাড়িগুলি একেকটি ভিন্ন কথা বলে। সেই কারণে দেশবাসীর প্রত্যাশাপূরণের বাজেটেও খবরের শিরোনামে থাকে অর্থমন্ত্রীর এই শাড়িগুলি। 

Continues below advertisement

এই বছরে কোন শাড়িতে নির্মলা

আজ বাজেটের দিনে রঙিন মধুবনী কাজ করা সোনালি পাড়ের সাদা শাড়ি পরেছেন নির্মলা। যার সঙ্গে রয়েছে লাল ব্লাউজ ও শালের মেলবন্ধন। মধুবনী একটি ঐতিহ্যবাহী লোকশিল্প যার শিকড় বিহারের মিথিলায়। ফুলের আঁকিবুকি মধুবনী শিল্পের মূল বৈশিষ্ট্য। সঙ্গে থাকে সূক্ষ্ম রেখার ব্যবহার। যা এই শাড়ির প্রকৃতিকে সম্পূর্ণতা দেয়।

কার আবদারে বাজেটে এই শাড়ি

বিহারের মধুবনী শিল্পের প্রতি শ্রদ্ধা ও পদ্ম পুরস্কারপ্রাপ্ত দুলারি দেবীর অনুরোধেই আজ এই শাড়ি পরেছেন অর্থমন্ত্রী। ২০২১ সালে দুলারি দেবীকে পদ্মশ্রী সম্মান দেয় মোদি সরকার। এর আগে অর্থমন্ত্রী ক্রেডিট আউটরিচ কার্যক্রমের জন্য মিথিলা আর্ট ইনস্টিটিউটে গিয়েছিলেন। যেখানে তিনি দুলারি দেবীর সঙ্গে দেখা করেন৷ পরে অর্থমন্ত্রীকে একটি শাড়ি উপহার দেন দুলারি দেবী।

বাজেটের দিন এই শাড়ি পরার অনুরোধ করেন তিনি। আজ সেই আবদার রাখতেই সাদা শাড়িতে বাজেট পেশ নির্মলার। ২০২৪ সালে অর্থমন্ত্রী সীতারামন কাঁথা এমব্রয়ডারি সহ একটি নীল সিল্ক শাড়ি পরেছিলেন, যা পশ্চিমবঙ্গে জনপ্রিয় একটি কারুকাজ।

 

LPG Price Drop: দাম কমল রান্নার গ্যাসের, বাজেটের সকালেই সুখবর