কলকাতা: ‘কেন্দ্রের এই বাজেট আর্থিক বৃদ্ধির কোনও দিশা নেই । গরিব-মধ্যবিত্ত কারও জন্য কিছু নেই । ’ ২০২২-এ বাজেট (Union Budget 2022) নিয়ে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর অর্থ বিষয়ক প্রধান উপদেষ্টা অমিত মিত্রের । ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট । তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) । তবে এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। সেই প্রসঙ্গ টেনেই অমিত মিত্রের বক্তব্য, আয়কর কাঠামো অপরিবর্তিত। কেন্দ্রের এই বাজেট হয় একটা ভাঁওতা, নয়তো সদিচ্ছার অভাব।’


আরও পড়ুন:  কৃষকদের দাবিতে সিলমোহর, ন্যূনতম সহায়ক মূল্য খাতে ২.৩৭ কোটি বরাদ্দ কেন্দ্রের


ফেব্রুয়ারিতে (February) পাঁচ রাজ্যের ভোট। তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস । তবে চলতি আর্থিক বছরে আরবিআই- এর হাত ধরে দেশ পাচ্ছে নিজস্ব সরকারি ডিজিটাল কারেন্সি। ডিজিটাল লেনদেন থেকে আয়ে লাগবে ৩০ শতাংশ কর ।


আরও পড়ুন: Budget 2022: কৃষকদের দাবিতে সিলমোহর, ন্যূনতম সহায়ক মূল্য খাতে ২.৩৭ কোটি বরাদ্দ কেন্দ্রের


৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি এবং প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি রয়েছে এই বাজেটে । শুল্ক হ্রাসের ফলে দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণ হিরের অলঙ্কারের। সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার।


উল্লেখ্য, বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানালেন, ‘২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে’। ‘১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল’। ‘এই পোস্ট অফিসগুলিতে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএম-এর সুবিধা পাওয়া যাবে’। ‘৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে’।