নয়াদিল্লি: ২০২৪-র লোকসভা ভোটের ( Loksabha Election 2024 ) আগে আজ দ্বিতীয় মোদি সরকারের ( Narendra Modi Govt ) শেষ পূর্ণাঙ্গ বাজেট ( Budget 2023 )। কোথায় বাড়বে বরাদ্দ? বেকারত্ব হ্রাস, মূল্যবৃদ্ধিতে দাঁড়ি আর আয়করে ছাড় দেওয়াই চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর। সেই সঙ্গে দেশের কোটি কোটি কৃষকের মুখে হাসি ফোটানোও হবে মোদি সরকারের বাজেটের লক্ষ্য।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের কোটি কোটি কৃষককে খুশি করার সর্বাত্মক চেষ্টা করবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। নির্মলার বক্তৃতার দিকে চোখ থাকবে কৃষিজীবীদেরও। মনে করা হচ্ছে এবারের বাজেটে মোদি সরকার কৃষকদের জন্য তিনটি বড় উপহার ঘোষণা করতে পারে।
এখনও পর্যন্ত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দেশের কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় প্রকল্পগুলির মধ্যে একটি। বিশেষজ্ঞদের ধারণা, বুধের বাজেটে, মোদি সরকার কিষাণ সম্মান নিধির বার্ষিক পরিমাণ ২ হাজার টাকা বাড়িয়ে দিতে পারে। বর্তমানে দেশের প্রায় সাড়ে আট কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে বার্ষিক ৬ হাজার টাকা পান। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যদি বাজেটে ঘোষণা করেন যে এখন এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা ২ হাজার টাকা করে ৪ টি কিস্তিতে টাকা পাবেন, তবে এটি কৃষির সাথে যুক্ত লোকদের জন্য একটি বড় ব্যাপার হবে।
KCC নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কী প্রত্যাশা কৃষকদের
সরকারের দাবি, ক্ষমতায় আসার পর থেকে, মোদি সরকার কৃষকদের ঋণমুক্ত করতে এবং তাদের আয় বাড়ানোর জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস থাকবে কিষান ক্রেডিট কার্ড ( KCC ) প্রচারের দিকে। এই কার্ডের বিষয়ে গত কয়েকদিনে ব্যাঙ্ক প্রধানদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী বেশ কিছু নির্দেশনাও দিয়েছিলেন।
সীতারমণ ব্যাঙ্কগুলিকে বলেন, পিএম কিষাণ সম্মান নিধির (PM Kisan Samman Nidhi) তথ্য ব্যবহার করে কৃষকদের সর্বাধিক কেসিসি সুবিধা দেওয়া যেতে পারে। বর্তমানে, এই প্রকল্পের অধীনে, কৃষকদের কম সুদে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। কৃষকরা অর্থমন্ত্রীর কাছ থেকে আশা করছেন যে তিনি ক্রেডিট কার্ডে উপলব্ধ ঋণের সীমা বাড়াবেন।
কিষাণ ফল বিমা যোজনায় বাজেট বরাদ্দ বাড়বে ?
একইভাবে, প্রধানমন্ত্রী কিষাণ শস্য বিমা প্রকল্পও কেন্দ্রীয় সরকারের একটি উপকারী প্রকল্প। কিষাণ ক্রেডিট কার্ড যাঁদের কাছে আছে, তার মাধ্যমে তাঁরা ফসলের বীমা পেতে পারেন। কোনও প্রাকৃতিক দুর্যোগ বা আগুন লাগার ইত্যাদির কারণে কৃষকের ফসল নষ্ট হলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে কেসিসি কার্ড স্কিম নতুন। দেশের কোটি কোটি কৃষকও এর সুবিধা নিচ্ছেন। বিশেষ বিষয় হল এই বাজেটে কৃষকরা অপেক্ষা করছেন যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ ফল বিমা যোজনায় বাজেট বরাদ্দ বাড়াবে।