নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হল সংসদে। তাতে করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর তারই সঙ্গে বাজেটে এ যাবৎকালীন সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার নজির গড়লেন তিনি (Nirmala Sitharaman Shortest Budget Speech)। মাত্র ৮৭ মিনিটে ভাষণ শেষ করেন তিনি (Union Budget 2023)। 


এই নিয়ে পঞ্চম বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা


কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের হয়ে এই নিয়ে পঞ্চম বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।তবে ৯০ মিনিটও বক্তৃতা টেনে নিয়ে যাননি তিনি। শেষ করে দেন ৮৭ মিনিটেই। গত বার  যদিও ৯২ মিনিট সময় নিয়েছিলেন। এতদিন সেটিই সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ হিসেবে বিবেচিত হতো। ২০২১ সালে বাজেট পেশ করতে গিয়ে ১ ঘণ্টা ৫০ মিনিট টানা ভাষণ দেন। এ বার তার চেয়েও কম সময় নিলেন।


ঘটনাচক্রে সবচেয়ে দীর্ঘতম বাজেট-ভাষণের রেকর্ডও নির্মলারই দখলে। ২০২০ সালে বাজেট পেশ করতে গিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। সে বার টানা ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে ভাষণ দিয়ে যান নির্মলা, যা ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম বলে বিবেচিত হয়। ওই বছর একটানা ভাষণ দিতে গিয়ে অসুস্থও বোধ করেন তিনি। শ্বাস নিতে সমস্যা দেখা দেয়। তাই ভাষণ চলাকালীন গ্লুকোজে চুমুকও দিতে দেখা গিয়েছিল তাঁকে। 

 


 

বুধবার সংসদে ভাষণ শুরু করে এ বারে বাজেটকে 'অমৃতকালের প্রথম বাজেট' বলে উল্লেখ করেন নির্মলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'সবকা সাথ, সব বিকাশ, সবকা বিশ্বাস' স্লোগান টেনে নির্মলা জানান, এ বারের বাজেট দেশের সমস্ত নাগরিকের সম্মিলিত অন্তর্ভুক্তির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। 

 

দীর্ঘতম বাজেট-ভাষণের রেকর্ডও নির্মলারই দখলে

 

করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে এ দিন মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছেন নির্মলা। করছাড়ে ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ থেকে ৭ লক্ষ করেছেন। নয়া অর্থবর্ষ থেকে চালু হবে এই নিয়ম। তবে রাজনীতিকদের মতে, আসলে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এ বারের বাজেট তৈরি করা হয়েছে। নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্তের মন জয়ের চেষ্টা করা হয়েছে।