Mobile Phone Rate Cuts: প্রযুক্তির ক্ষেত্রে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ ২৩ জুলাই ২০২৪ পূর্ণাঙ্গ বাজেট পেশের (Union Budget 2024) মাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এবার থেকে মোবাইল ফোন এবং চার্জারের দাম (Mobile Phone Price) কমবে। এই মোবাইল ফোন এবং চার্জারের উপর কাস্টম ডিউটি কমানো হয়েছে ১৫ শতাংশ। এর ফলে অনেকটাই দাম স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
নির্মলা সীতারামন আজ বাজেট পেশের সময় জানান, গত ৬ বছরে দেশীয়ভাবে পণ্য উৎপাদনের হার অনেকাংশে বেড়েছে। আর এই অবসরেই মোবাইলের যন্ত্রাংশ, গ্যাজেট এবং পিভিসি উৎপাদনের উপর ১৫ শতাংশ কাস্টম ডিউটি কমানো হবে।
মোবাইল উৎপাদন বেড়েছে ৩ গুণ
কাস্টম ডিউটি কমানোর ফলে মোবাইল ফোনের দাম অনেকটাই কমে আসবে এবার। কমে যাবে মোবাইল চার্জারের দামও। নির্মলা সীতারামন এদিন জানান, ভারতে মোবাইল ফোনের উৎপাদন ৩ গুণ বেড়ে গিয়েছে। বাজেটে এও বলা হয়েছে যে এবার থেকে বিদ্যুতের তাঁর এবং এক্স-রে মেশিনের দাম কমে যাবে।
আগে কী ঘোষণা করা হয়েছিল
এর আগে জানুয়ারি মাসে কেন্দ্র সরকার জানিয়েছিল মোবাইল ফোনের যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হবে। এবার বেসিক কাস্টম ডিউটি (BCD) কমানোর কথা ঘোষণার পরে এ কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার দেশীয়ভাবে স্মার্টফোন উৎপাদনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং তাঁর পাশাপাশি মধ্যবিত্তকে এই মোবাইলের দামের দিক থেকে খানিক রেহাই দিতে চাইছে।
এর পাশাপাশি সরকার সেই সমস্ত সরঞ্জামের উপরেও কাস্টম ডিউটি কমিয়েছে যে সরঞ্জামগুলি মূলত লিথিয়াম আয়ন ব্যাটারি বানাতে কাজে লাগে। মূলত চার্জেবল ব্যাটারি, ইভি গাড়ি বাইকের ব্যাটারিতে এই লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে।
আরও কী কী সস্তা হবে
ক্যান্সারের ওষুধ, সৌর প্যানেল, চামড়াজাত পণ্য ও গয়না যেমন সোনা, রুপো, হিরে, প্ল্যাটিনাম, এছাড়াও ইস্পাত এবং লোহার জিনিসের দাম কমবে বলে জানানো হয়েছে এবারের বাজেটে। ইলেকট্রনিক্স দ্রব্যের দাম কমবে। সোনা ও রুপোর উপরে আমদানি কর ৬ শতাংশ কমানো হল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Union Budget 2024: নারীশক্তির উন্নতিতে জোর, মহিলাদের দক্ষতা বাড়াতে কত বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?