নয়াদিল্লি: তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট। সাধারণ চাকুরিজীবীদের মাথার উপর থেকে আয়করের বোঝা কমেছে যদিও। কমছে LED প্যানেল, গাড়ি ও ফোনের ব্যাটারি, চামড়ার সামগ্রীর দাম। কিছু ক্ষেত্রে শুল্কের হার কমানো হয়েছে, আবার কিছু ক্ষেত্রে পুরোপুরি শুল্কছাড় দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেই কিছু জিনিসের দাম বাড়তে চলেছে। (Union Budget 2025)


কী কী জিনিসের দাম বাড়তে চলেছে দেখে নিন-



  • ইন্টাব়্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে-র উপর শুল্ক ১০ থেকে বেড়ে ২০ শতাংশ করার ঘোষণা। ইন্টাব়্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে হল টাচস্ক্রিন ডিসপ্লে, যা ছুঁয়ে কনটেন্ট দেখেন গ্রাহকরা।

  • ১৯৬২ সালের শুল্ক আইনের উল্লেখ করে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে প্রভিশনাল অ্যাসেসমেন্টের জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া নেই। ফলে বাণিজ্যক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই আপাতত দু'বছরের সময়সীমা বেঁধে দিচ্ছে কেন্দ্র, যাতে আরও এক বছরের জন্য বর্ধিত করা সম্ভব। এতে আমদানি এবং রফতানি শিল্পের উপর প্রভাব পড়তে পারে। 

  • বস্ত্রশিল্পে কাপড় বোনার জন্য যে বিশেষ ফেব্রিক (নিটেড ফেব্রিক) ব্যবহার করা হয়, তার উপর শুল্ক বাড়িয়ে প্রতি কেজিতে ১১৫টাকা করা হয়েছে। আগে যা ১০ বা ২০ শতাংশ ছিল, এখন তা ২০ শতাংশ হবে। 

  • আমদানিকৃত পণ্যের উপর যাবতীয় কর, শুল্কের পাশাপাশি মাসুল বসায় কেন্দ্র, অর্থাৎ বাড়তি মূল্য ধরা হয়। এতদিন যে ৮২টি পণ্যের উপর থেকে বাড়তি মাসুল নেওয়া হতো না, এবার সেই সুবিধা প্রত্যাহার করা হল। অর্থাৎ বাড়তি মাসুল নেওয়া হবে এখন থেকে। এই মাসুলের টাকা সরাসরি কেন্দ্রের রাজকোষে ঢোকে। 


এর ফলে একাধিক ব্যবসার উপর প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ইন্টাব়্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে-র উপর শুল্ক বাড়ানোর ফলে প্রযুক্তি ব্যবসার উপর প্রভাব পড়বে। দাম বাড়বে প্রযুক্তি সামগ্রীর, যার ফল ভুগতে হবে সাধারণ মানুষকে। 


এবারের বাজেটে একদিকে ক্যান্সার ও জীবনদায়ী ওষুধকে শুল্কমুক্ত করা হয়েছে যেমন, তেমনই বাণিজ্যক্ষেত্রে  বেশি  শুল্ক চাপানো হয়েছে। ভারতকে আত্মনির্ভর করে তুলতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু ব্যবসায়ী মহলে অসন্তোষ ধরা পড়ছে।


শনিবার বাজেটের দিনই সোনা এবং রুপোর দাম আকাশ ছুঁয়েছে। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৪ হাজার ৪৯০ টাকা। ২২ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ৪৫০ টাকা প্রতি ১০ গ্রামে।