Business: আরও চিন্তা বাড়তে চলেছে বাইজু কর্মীদের (Byju's Crisis)। বেতন (Salary) নিয়ে নতুন করে চাপ বাড়তে চলেছে তাদের। সম্প্রতি কর্মীদের বেতন নিয়ে একটি মেল পাঠিয়েছে কোম্পানি।


মার্চের বেতন আসবে কবে
আর্থিক সঙ্কটে থাকা এডটেক কোম্পানি বাইজুর কর্মচারীদের সমস্যা বেড়েই চলেছে। সাম্প্রতিক খবর বলছে, কোম্পানির কর্মীদের মার্চের বেতনের জন্যও অপেক্ষা করতে হবে। এই নিয়ে তিনবার সংস্থার কর্মীদের বেতন দিতে দেরি হচ্ছে। বাইজুস দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই করছে। কর্মীদের বেতন দিতেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কোম্পানিকে। কোম্পানির ম্যানেজমেন্ট তাদের কর্মীদের একটি ইমেল পাঠিয়ে বিষয়টি জানিয়েছে।


বেতন দিতে দেরির কারণ
সোমবার কোম্পানিটি তাদের সমস্ত কর্মচারীকে একটি অফিসিয়াল ইমেলের পাঠিয়ে মার্চের বেতন দেরিতে দেওয়ার বিষয়ে জানিয়েছে। কেন এই বেতন দিতে দেরি, সেই বিষয়েও স্পষ্ট করেছে কোম্পানি। যেখানে বিদেশি বিনিয়োগকারীদের দায়ী করেছে কোম্পানি। কোম্পানির তরফে বলা হয়েছে, কিছু বিদেশি বিনিয়োগকারী একটি অন্তর্বর্তী আদেশ পেয়েছে, যে কারণে বাইজু তার তহবিল ব্যবহার করতে পারছে না। এই বিষয়ে কর্মীদের আশ্বস্ত করে কোম্পানি বলেছে, 8 মার্চ পর্যন্ত কর্মীদের বেতনের ব্যবস্থা করার জন্য একটি লাইন অফ ক্রেডিট পাওয়ার চেষ্টা করছে।


ইমেলে কী বলেছে বাইজু
লাইভ মিন্টে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সংস্থা তার ইমেলে বলেছে- ''আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মার্চ মাসেও বেতন দিতে দেরি হবে। বিদেশি বিনিয়োগকারীরা এর জন্য দায়ী। 4 জন বিদেশি বিনিয়োগকারীর দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে কোম্পানি এই সমস্যার সম্মুখীন হচ্ছে।'' বাইজুর বিদেশি বিনিয়োগকারী একটি অন্তর্বর্তী আদেশ পাস করেছে, যে কারণে কোম্পানি ব্যাঙ্কে থাকা তহবিল ব্যবহার করতে পারছে না। এই অবস্থায় সংস্থা দাবি করেছে, তহবিল ব্যবহার করতে না পারায় সময়মতো কর্মচারীদের বেতন দিতে পারছে না। এর সঙ্গে কোম্পানি তাদের কর্মীদের আশাহত হতে না করেছে, কোম্পানির ওপর বিশ্বাস রাখতে বলেছে।


জানুয়ারির পর থেকে সময়মতো বেতন দিতে পারছে না সংস্থা
বর্থমানে বাইজু ভারতের অন্যতম  edtech কোম্পানির একটি।  2024 সালের শুরু থেকে তার কর্মীদের বেতন দিতে পারছে না কোম্পানি। ফেব্রুয়ারিতে তার কর্মীদের জানুয়ারির বেতন দিয়েছিল সংস্থা। মিডিয়া রিপোর্ট অনুসারে, সংস্থাটি ফেব্রুয়ারিতে বেতনের একটি অংশ পরিশোধ করেছিল এবং তহবিল পাওয়ার পরে বাকি অংশ কর্মীদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।


আরও পড়ুন : Gautam Adani: 'বিশ্বের সব সম্পদ ফ্যাকাশে হয়ে যায় ওর চোখের কাছে',গৌতম আদানির মুখে কার নাম ?