Canara Bank New Rule : ব্যাঙ্কের অ্যাকাউন্টে (Bank Account) টাকা না থাকলেও কাটবে না চার্জ (Bank Charges)। এবার থেকে নতুন এই নিয়ম শুরু করেছে কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) । ১ জুন আজ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই সুবিধা পাবেন গ্রাহকরা। 

কী নতুন নিয়ম করেছে ব্যাঙ্ক

আজ থেকে সব ধরনের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স (AMB) রাখার নিয়ম বাতিল করেছে ক্যানারা ব্যাঙ্ক। যা স্বাভাবিকভাবেই স্বস্তি দেবে ব্যাঙ্কের গ্রাহকদের।

 প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসাবে এই কাজএই সিদ্ধান্তের মাধ্যমে ক্যানারা ব্যাঙ্ক AMB-সম্পর্কিত জরিমানা বাতিলকারী প্রথম প্রধান পাবলিক সেক্টর ব্যাঙ্ক হয়ে উঠল। ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে সব সেভিংস অ্য়াকাউন্টহোল্ডার কোনও জরিমানা ছাড়াই জিরো ব্যালেন্স বজায় রাখতে পারবেন। ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে আর্থিক বৃদ্ধির লক্ষ্য়েই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক।

ছাড়ের সুবিধা পাবে কোন কোন অ্যাকাউন্টব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন অ্যাকাউন্টহোল্ডারদের উপকার হবে। যার মধ্যে সেভিংস অ্যাকাউন্ট, স্য়ালারি অ্যাকাউন্ট ও NRI SB অ্যাকাউন্ট রয়েছে।

 ১ জুন ২০২৫ থেকে কার্যকর হচ্ছে নিয়মশনিবার ব্যাঙ্ক জানিয়েছে, কানারা ব্যাঙ্ক বিভিন্ন সেবিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকৃত কোনও জরিমানা ছাড়াই ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তুলে দিচ্ছে। এখন থেকে এই নতুন নিয়ম করে নিজেদের শীর্ষস্থানীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক হিসাবে প্রতিষ্ঠিত করবে সংস্থা। 

আগে কী ছিল নিয়ম

আগে একটি অ্যাক্টিভ সেভিংস অ্যাকাউন্ট বজায় রাখার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের শাখার উপর ভিত্তি করে একটি ন্যূনতম ব্যালেন্স মেনে চলতে হত। যেখানে গড় মাসিক ব্যালেন্স (AMB) শাখার অবস্থান অনুসারে পরিবর্তিত হত। শহর/মেট্রো শাখার জন্য 2,000 টাকা, আধা-মেট্রো শাখার জন্য 1,000 টাকা ও গ্রামীণ শাখার জন্য 500 টাকা ন্যূনতম ব্য়ালেন্স রাখতে হত গ্রাহককে।

ন্যূনতম পরিমাণ না রাখার জন্য কী চার্জ ছিল?

ক্যানারা ব্যাঙ্ক যদি সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স (AMB) বজায় না রাখে তবে উপকৃত হবেন গ্রাহকরা। শাখার ধরন অনুসারে এই চার্জ ভিন্ন হয়। মহানগর, নগর, আধা-নগর, অথবা গ্রামীণের ওপর এই চার্জ নির্ভর করে। মেট্রো ও নগর শাখার জন্য, গ্রাহকদের ২০০০ টাকা AMB বজায় রাখতে হবে। যদি ব্যালেন্স ১,৯৯৯ থেকে ১,৫০০ টাকার মধ্যে পড়ে, তাহলে ২৫ টাকা এবং GST চার্জ প্রযোজ্য। যদি AMB ১,৪৯৯ থেকে ১,০০০ টাকার মধ্যে থাকে, তাহলে জরিমানা ৩৫ টাকা এবং GST চার্জ করা হয়। যদি ১,০০০ টাকার কম ব্যালেন্স থাকে, তাহলে ৪৫ টাকা এবং GST চার্জ করা হয়।

আধা-নগর শাখাগুলিতে, প্রয়োজনীয় AMB ১,০০০ টাকা। যদি AMB ৯৯৯ থেকে ৭০০ টাকার মধ্যে থাকে, তাহলে ২৫ টাকা এবং GST চার্জ করা হয়। ৬৯৯ থেকে ৪০০ টাকার ব্যালেন্স থাকলে, জরিমানা ৩৫ টাকা এবং GST চার্জ করা হয়। যদি গড় মাসিক ব্যালেন্স ৪০০ টাকার নিচে নেমে যায়, তাহলে ক্যানারা ব্যাংক ৪৫ টাকা এবং GST চার্জ করে।