Driving Tips For Monsoon Season: একবার অসাবধান হলেই হতে পারে বড় বিপদ। বর্ষায় গাড়ি চালাতে গেলে অবশ্যই মেনে চলুন এই পরামর্শ। অন্যথায় নিজের সঙ্গে সঙ্গে পরিবারকেও সমস্যা ফেলবেন আপনি।


Car Driving Tips: বর্ষায় বাড়ছে বিপত্তি
গরম থেকে স্বস্তি দিতে দেশের প্রায় সব স্থানেই ঢুকে পড়েছে বর্ষা। তবে স্বস্তির পাশাপাশি কিছু মানুষের জন্য সমস্যাও বয়ে এনেছে এই ঋতু। দিন-রাত রাস্তা ভিজে থাকার কারণে এই মরশুম চিন্তা বাড়ায় গাড়ি চালকদের। দু-চাকা থেকে চার চাকা সব চালকদের ক্ষেত্রেই সমস্যার কারণে হয়ে দাঁড়ায় এই সময়। সেই ক্ষেত্রে আমরা আপনার জন্য নিয়ে এসেছি দারুণ কিছু টিপস। যেগুলি অবলম্বন করে বর্ষায় আপনার সমস্যা দূর হবে। জেনে নিন কী সেই পরামর্শ। 


Car Driving Tips: মেনে চলুন এই বিষয়গুলি
বর্ষাকালে রাস্তা ও যানবাহনের টায়ারের মধ্যে ঘর্ষণ কমে যাওয়ায় গাড়ির টায়ার পিছলে যাওয়ার আশঙ্কা বাড়ে। এই ক্ষেত্রে গতি কম রেখে গাড়ি নিয়ন্ত্রণে রাখুন।
রাস্তায় বাঁকানো মোড় থেকে গাড়ি টেনে আনতে গেলেও গাড়ির গতি কম রাখতে হবে। কারণ এই সময় গাড়ির টায়ারের কর্নারের ট্র্যাকশন কমে যেতে থাকে। যার ফলে অল্পেতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে গাড়ি।
যদি আপনাকে ঢালু রাস্তায় গাড়ি নিয়ে যেতে হয়, তবে গাড়ি চালানোর সময় কম গিয়ারে গাড়ি চালানো একটি ভাল অপশন হতে পারে। এর সঙ্গে গাড়ির কম্প্রেশনও ব্যবহার করা উচিত, যাতে গাড়ির গতি পরিবর্তন না হয়। 


Car Driving Tips: গাড়ির বৈশিষ্ট্যের সঠিক ব্যবহার করুন


বর্ষাকালেও অনেকে হিল ট্র্যাকশন কন্ট্রোল, হিল ডিসেন্ট কন্ট্রোল, অটোমেটিক ওয়াইপারের মতো সুরক্ষার বৈশিষ্ট্যগুলি বন্ধ করে গাড়ি চালাতে পছন্দ করেন। মনে রাখবেন, নির্দিষ্ট পরিস্থিতির জন্য এই বৈশিষ্ট্যগুলি আপনার গাড়িতে দেওয়া হয়েছে, তাই এগুলির ব্যবহার আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি হতে পারে৷


Car Driving Tips: টায়ার মনিটরিং খুবই গুরুত্বপূর্ণ 


বর্ষায় আপনার ও আপনার গাড়ির নিরাপত্তার দায়িত্ব মূলত টায়ারের উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে ড্রাইভারকে নিশ্চিত করতে হবে যেন তাদের টায়ারের ডিজাইনে কোন ত্রুটি না থাকে বা টায়ার দীর্ঘদিন চলার পরে ক্ষয়ে না যায়। এরফলে রাস্তায় গ্রিপ করতে সমস্যা তৈরি হবে। যার ফলে বর্ষায় সহজেই গাড়ি পিছলে যেতে পারে। হতে পারে বড়সড় দুর্ঘটনা। এখানে টায়ার প্রেসার মনিটরিংও বড় বিষয়। টায়ারের একে অপরের সঙ্গে ভারসাম্য দেখে নিতে হবে আগেই। টায়ার সহ গাড়ির সব সাসপেনশন নিয়মিত পরীক্ষা করা উচিত। টায়ারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সেগুলি যেন বেশি ফুলে না ওঠে। সেক্ষেত্রে রাস্তায় টায়ারগুলি ভাল ট্র্যাকশন পায় না। যার ফলে গ্রিপিংয়ে সমস্যা হয়।


আরও পড়ুন : Sea Lion Car: স্থলের সঙ্গে জলপথেও চলতে পারে এই গাড়ি, জেনে নিন বিশেষত্ব ও দাম