নয়াদিল্লি: টান পড়েছে চিপের জোগানে। তার জেরে কোপ গাড়িতে। গাড়ির ফিচারে কাটছাঁট করার পথে হাঁটল গাড়ি প্রস্তুতকারক সংস্থা স্কোডা। কমিয়ে আনা হল স্কোডার দুটি গাড়ির টাচস্ক্রিনের আয়তন। 


স্কোডার স্লাভিয়া (Skoda Slavia) ও কুশাক (Skoda Kuhshaq) এই দুটি গাড়ির জনপ্রিয়তা রয়েছে। তার পিছনে ছিল গাড়িদুটির ফিচার। স্লাভিয়া ও কুশাক দুটি মডেলেই ১০ ইঞ্চির টাচস্ক্রিন রাখার কথা বলেছিল স্কোডা। কিন্তু চিপের জোগান (Chip Shortage) কম থাকায় সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা স্কোডা (Skoda)। এবার ১০ ইঞ্চির বদলে আট ইঞ্চির টাচস্ক্রিন থাকছে   স্কোডার স্লাভিয়া (Skoda Slavia) ও কুশাক (Skoda Kuhshaq) মডেলে। প্যানাসোনিক থেকে আনানো টাচস্ত্রিন থাকছে স্কোডার এই দুটি মডেলে। 


কেন এই বদল?
সূত্রের খবর, এর আগে স্কোডাকে যারা এই চিপের জোগান দিত। তাদের কোনও সমস্যা হয়েছে। পাশাপাশি ১০ ইঞ্চির টাচস্ত্রিনের (Touchscreen) UI সিস্টেম নিয়ে স্কোডার কোনও সমস্যা হচ্ছিল।


১০ ইঞ্চির টাচস্ক্রিনের সঙ্গে ওয়ারলেস চার্জিংয়ের সুবিধাও রাখা হয়েছিল। যদিও সেই ফিচার এখনও কাটছাঁট করেনি স্কোডা। ফিচার কমানোর পথে হাঁটলেও স্কোডার sister brand ভক্সওয়াগন (Volkswagen) এখনও সেই রাস্তায় হাঁটার কথা বলেনি। এখনও পর্যন্ত যা খবর, ভক্সওয়াগন টাইগান (Volkswagen Taigun)  এবং বাজারে আসতে চলা ভক্সওয়াগন ভার্টুস (Volkswagen Virtus)-এ ১০ ইঞ্চির টাচস্ক্রিন থাকছে। 


কবে থেকে বদল:
পয়লা জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হতে চলেছে। অ্যাম্বিশন ও স্টাইল ভ্যারিয়েন্টের জন্য এটি চালু হতে চলেছে। এর আগেও সেমিকন্ডাকটার শর্টেজের (Semiconductor Shortage) জন্য গাড়ি তৈরি ধাক্কা খেয়েছে। শুধু স্কোডা নয়, বিশ্বজুড়ে সব গাড়ি প্রস্তুতকারী সংস্থাই এই সমস্যায় ভুগেছে। সেই কারণে দ্রুত ক্রেতাদের গাড়ি সরবরাহের জন্য বেশ কিছু ফিচারে কাটছাঁট করতে হয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে। যদিও এই রদবদল ক্রেতারা কতটা মেনে নেয় তা দেখতে হবে। সূত্রের খবর, আপাতত ৮ ইঞ্চির টাচস্ক্রিনই থাকবে এই মডেলে। আগের ১০ ইঞ্চির টাচস্ক্রিন মডেলে ফেরত যাবে না। 


ভারতে তৈরি কুশাক ও স্লাভিয়া মডেলে এই বদল এলেও অক্টাভিয়া (Octavia) ও কোডিয়াক (Kodiaq) মডেলে এর কোনও প্রভাব পড়বে না।


আরও পড়ুন: আগস্টেই বাজারে হুন্ডাইয়ের নয়া এসইউভি, চোখ টানবে ডিজাইন-ফিচার