PAN-Aadhaar Linking : সাময়িক স্বস্তি, ফের বাড়ানো হল প্যান-আধার কার্ড (Aadhaar Card) লিঙ্কের সময়সীমা। এবার ৩০ জুনের মধ্যে করতে হবে এই কাজ। মঙ্গলবার এই ঘোষণা করেছে অর্থমন্ত্রক। সেই অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) প্যান-আধার লিঙ্কের নতুন সময়সীমা জানিয়েে দিয়েছে।


Pan Card: ১ জুলাই থেকে কাজ করবে না প্যান কার্ড 


অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের করদাতাদের কথা মাথায় রেখে ফের একবার এই গুরুত্বপূর্ণ কার্ড লিঙ্কের সময় বাড়ানো হয়েছে। তবে ৩০ জুনের মধ্য়েই করতে হবে এই কাজ। অন্যথায় ১ জুলাই থেকে প্যান কার্ড আর কাজ করবে না। একবার প্যান কার্ড অকেজো হয়ে গেলে গুরুতর সমস্যায় পড়বেন করদাতারা। প্রথমত, এই ধরনের প্যান কার্ডের মাধ্যমে কোনও টাকা ফেরত পাওয়া যাবে না। এই করদাতাদের PAN নিষ্ক্রিয় থাকাকালীন  তাদের কোনও রিফান্ডে সুদ দেবে না কর্তৃপক্ষ।


Income Tax Update: এর বাইরেও চাপবে আরও সমস্যা। করদাতাদের টাকা যেকোনও TDS (tax deducted at source) ও TCS (tax collected at source) থেকে উচ্চ হারে সংগ্রহ করা হবে। একেবারে আইন মেনেই করা হবে এই কাজ।


PAN-Aadhaar Linking : কীভাবে সক্রিয় করতে পারবেন নিষ্ক্রিয় প্যান কার্ড ?


তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও সিবিডিটি দিচ্ছে সুযোগ। করদাতারা চাইলে তাদের PAN আবার চালু করতে পারবেন। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষকে তাদের আধারের বিশদ বিবরণ ও ১০০০ টাকা জরিমানা বাবদ দিয়ে ৩০ দিনের মধ্যে প্যান ফের সক্রিয় করতে পারবেন।


Income Tax : PAN-Aadhaar লিঙ্কিং থেকে ছাড় পাবেন কারা ? 
মনে রাখবেন,  কিছু করদাতা এই নতুন নিয়ম থেকে অব্যাহতি পাবেন। যারা নির্দিষ্ট রাজ্যে বসবাস করছেন, অনাবাসী, যারা ভারতের নাগরিক নন ও ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলেও এই ধরনের সমস্যায় পড়বেন না। 


PAN-Aadhaar Linking : যাদের প্যান-আধার লিঙ্ক করতে হবে
আয়কর আইন, ১৯৬১-র বিধান অনুসারে, যে ব্যক্তিদের ১ জুলাই ২০১৭ সালের আগে PAN বরাদ্দ করা হয়েছিল ও যারা আধার নম্বর পাওয়ায় যোগ্য তাদের ৩০ জুন ২০২৩ এর আগে  এই কাজ করতে হবে। অন্যথায় ১ জুলাই ২০২৩ থেকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই দেরি না করে এখনই জুড়ে ফেলুন দুই কার্ড।


আরও পড়ুন : PAN-Aadhaar Linking: আধারের সঙ্গে প্যান জুড়তে ফি জমা দিতে পারছেন না ? জেনে নিন সহজ উপায়