Fake Aadhaar PAN Card: জাল আধার প্যান 'নিখুঁত'ভাবে তৈরি করে দিচ্ছে চ্যাটজিপিটি ! বাড়ছে আশঙ্কা; আসল নকল চিনবেন কীভাবে ?

ChatGPT: বেশ কয়েকজন সমাজমাধ্যম ব্যবহারকারী তাদের পোস্টে জানাচ্ছেন যে তারা নিখুঁত প্রম্পট দিতেই চ্যাটজিপিটি হুবহু একই রকম দেখতে নকল পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে।

Continues below advertisement

ChatGPT: ওপেন এআইয়ের চ্যাটজিপিটিকে ঘিরে নিরাপত্তা ও গোপনীয়তার সমস্যা উঠে আসছে সম্প্রতি। জিবলি আর্টকে ঘিরে অনেকেই ছবি বা তথ্য ফাঁস হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বাস্তবসম্মত ছবি তৈরির ক্ষেত্রে এই চ্যাটজিপিটির সূক্ষ্মতা ও নির্ভুল ক্ষমতা এতটাই উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে যে এবার সেই চ্যাটজিপিটি জাল নথিও (Fake Aadhaar PAN Card) তৈরি করে দিয়েছে। আধার কার্ড, প্যান কার্ডের নকল করে দিচ্ছে এআই। অনেক ব্যবহারকারীই এই চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে আধার কার্ডের নকল করে ফেলছেন। সেই ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে আশঙ্কার কথা জানাচ্ছেন অনেকেই। সাইবার অপরাধের মাত্রা কি আরও বাড়বে এবার ?

Continues below advertisement

বেশ কয়েকজন সমাজমাধ্যম ব্যবহারকারী তাদের পোস্টে জানাচ্ছেন যে তারা নিখুঁত প্রম্পট দিতেই চ্যাটজিপিটি হুবহু একই রকম দেখতে নকল পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে। সেই পরিচয়পত্রের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তারা।

এক ব্যবহারকারী যশবন্ত সাই পালাঘাট এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, 'চ্যাটজিপিটি ভুয়ো আধার ও প্যান কার্ড তৈরি করে দিচ্ছে নিমেষেই। এর ফলে নিরাপত্তাজনিত ঝুঁকির মুখের পড়তে পারেন আপনি। এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেও নিয়ন্ত্রণ আনা দরকার'। আবার অন্য এক ব্যবহারকারী পিকু লিখেছেন, 'আমি সামান্য নিজের নাম, জন্মতারিখ, ঠিকানা দিয়ে এআইকে তৈরি করতে বললাম। আর তাতেই এআই একেবারে নতুন নিখুঁত ভুয়ো রেপ্লিকা বানিয়ে দিল। আমরা তথ্য নিরাপত্তা বা গোপনীয়তা নিয়ে কথাবার্তা বলি, কিন্তু কে এই ধরনের আধার-প্যান কার্ডের ডেটাসেট বিক্রি করছে এই এআই সংস্থাগুলিকে যাতে এই মডেল বানিয়ে দিচ্ছে নিমেষেই ?'

যদিও এআই আসল তথ্য দিয়ে এমন ধরনের কোনও নথি বানিয়ে দেয়নি। দেখা গিয়েছে বিখ্যাত মানুষদের ভুয়ো আইডি বানিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি। ফলে একপ্রকার আশঙ্কা বাড়তেই পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান দক্ষতার এই নমুনা নিয়ে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। সাইবার অপরাধের মাত্রা বেড়ে যেতে পারে, নকল পরিচয়পত্রের নিপুণতা আরও বাড়লে কোন পর্যায়ে যাবে বিষয়টা তা নিয়েই তুমুল চর্চা চলছে নেটমাধ্যমে।

আসল নকল কীভাবে চিনবেন ?

এক ব্যবহারকারী এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন যে এই পরিচয়পত্র আসল নাকি নকল তা বোঝার জন্য খুব একটা কসরত করার দরকার নেই। পরিচয়পত্রের নম্বরটাই থাকবে অন্য আর এই নম্বরটাই আদপে মূল প্রমাণ। ফলে এই নম্বর কখনও নকল করা যাবে না। তাছাড়া আলাদা আলাদা কোডও আছে চিহ্নিত করার জন্য।

Continues below advertisement
Sponsored Links by Taboola