US Stock Market: মার্কিন বাজারে ঝড় তুলেছে চিনের ডিপসিক এআই। রক্তাক্ত মার্কিন শেয়ার বাজার। একদিনেই মার্কিন বাজার থেকে ১ ট্রিলিয়ন ডলার উধাও। এমনকী যে মার্কিন বাজারে বিগত ২ বছর ধরে কৃত্রিম মেধার (DeepSeek AI) প্রযুক্তি সাড়া ফেলেছে, সেই বাজারেই ভয় ধরাল চিনের এআই। ভারতেও বাড়ছে আশঙ্কা। ২০২৩ সালের শুরুর দিকে ন্যাসড্যাক ১০০ (Nasdaq 100) সূচক ৯২ শতাংশ বেড়ে গিয়েছিল, বিনিয়োগকারীদের (US Stock Market) ১৪ ট্রিলিয়ন ডলার সম্পদ বেড়ে গিয়েছিল, বড় বড় টেক সংস্থাগুলি কয়েকশো কোটির সাম্রাজ্য গড়ে তুলেছিল। চিনের এই কৃত্রিম মেধা বাজারে আসার পর থেকেই ঘুম উড়েছে মানুষের। আর এত কম খরচে এই কৃত্রিম মেধা ব্যবহার করতে পারবে মানুষ, তাতে মার্কিন এআই সংস্থাগুলি সঙ্কটে পড়েছে।
ট্রাম্পের পরিকল্পনায় বড় ক্ষতি হতে পারে
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে শপথ গ্রহণ করেই ঘোষণা করেছিলেন ৫০০ বিলিয়ন ডলার কৃত্রিম মেধার উপর বিনিয়োগ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণার পরেই এস অ্যান্ড পি ৫০০ সূচক দারুণ রেকর্ড উচ্চতায় উঠে যায়। এনভিডিয়া কর্পোরেশন, মেটা আইএনসি, ওপেন এআইয়ের মত সংস্থাগুলিকে এক্ষেত্রে অগ্রগণ্য করা হয়েছিল। কিন্তু চিনের নতুন এআই স্টার্ট আপ ডিপসিক এই প্রেক্ষিত সম্পূর্ণ বদলে গিয়েছে। এই কোম্পানির এআই মার্কিন সংস্থাগুলির তুলনায় প্রযুক্তিগতভাবে উন্নত বা ভাল তা প্রমাণিত হয়নি, তবে এটি অনেক কম খরচে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে উন্নত মানের কাজ করতে সক্ষম।
ক্রমাগত পতন এনভিডিয়ার শেয়ারে
বাজারে ডিপসিক এআই আসার সঙ্গে সঙ্গেই ন্যাসড্যাক সূচক সোমবার ৩ শতাংশ পড়ে গিয়েছে, যা গত ৬ সপ্তাহের মধ্যে সবথেকে বড় পতন। আর শুক্রবারের বাজার মূলধনের তুলনায় সোমবার এই সূচকের বাজার মূলধন ১ ট্রিলিয়ন কমে গিয়েছে। ২০২০ সালের মার্চের পর থেকে সবথেকে খারাপ পতন ঘটেছে এনভিডিয়ার শেয়ারে। ৬০০ বিলিয়ন ডলার কমে গিয়েছে এর বাজার মূলধন। এই এনভিডিয়ার শেয়ার ১৯.৪৯ শতাংশ পড়ে গিয়েছে। ন্যাসড্যাকে এখন এই শেয়ার ১১৮.৫৮ ডলারে ট্রেড করছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stock Market: ৩ টাকা থেকেই ৩ লাখে গিয়েছিল দাম, এই শেয়ারেই এখন ৬০ শতাংশ পতন; বড় লোকসান বিনিয়োগকারীদের