E-Passport India: নতুন পাসপোর্ট করানোর কথা ভাবছেন ? এবার দেশে পাবেন কাগজের পাসপোর্টের বদলে নতুন প্রযুক্তি সমন্বিত ই-পাসপোর্ট। এই পাসপোর্টে আবার লাগানো (E-Passport India) থাকবে চিপ। ভারত সরকারের পক্ষ থেকে ই-পাসপোর্ট পরিষেবা (E-Passport) চালু করে প্রযুক্তির এক নয়া যুগের সূচনা করেছে। এই নতুন পাসপোর্ট কেবল যাত্রীদের সুরক্ষা দেবে তাই নয়, বরং আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ করে দেবে।

ই-পাসপোর্ট আসলে কী

ই-পাসপোর্ট দেখতে সাধারণ পাসপোর্টের মতই। তবে এতে একটি বিশেষ ধরনের মাইক্রোচিপ লাগানো থাকে। আপনার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আপনার ছবি, আঙুলের ছাপ ইত্যাদির মত বায়োমেট্রিক বিবরণও এই চিপে সংরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে। এই তথ্যগুলি নিরাপদে এনক্রিপ্ট করা হয়েছে চিপে এবং শুধুমাত্র অনুমোদিত স্ক্যানিং ছাড়া এই তথ্য কেউ অ্যাক্সেস করতে পারবে না।

কোথায় শুরু হয়েছে এই ই-পাসপোর্ট পরিষেবা

বর্তমানে ভারতের কিছু নির্বাচিত শহরে শুরু হয়েছে এই ই-পাসপোর্ট পরিষেবা। যেমন নাগপুর, চেন্নাই, জয়পুর, দিল্লি, হায়দরাবাদ, রাঁচি, সিমলা, ভুবনেশ্বর, গোয়া এবং জম্মু এই শহরগুলিতে শুরু হয়েছে এই নতুন প্রযুক্তি সমন্বিত পাসপোর্ট পরিষেবা। বিদেশ মন্ত্রক ২০২৫ সালের মাঝামাঝি নাগাদ এটি সারা দেশে বাস্তুবায়নের পরিকল্পনা করেছে যাতে প্রতিটি নাগরিক এর সুবিধে পেতে পারে।

ই-পাসপোর্টের কী কী সুবিধে

উন্নত নিরাপত্তা- এই পাসপোর্টে থাকা চিপটি জাল করা বা নষ্ট করা প্রায় অসম্ভব। ফলে এই ব্যবস্থা পাসপোর্ট সম্পর্কিত জালিয়াতি রোধ করবে।

দ্রুত ইমিগ্রেশন – আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি যখন ইমিগ্রেশনের মধ্য দিয়ে যান, তখন এই চিপটি তাৎক্ষণিকভাবে আপনার তথ্য দিয়ে থাকে আধিকারিককে। এতে যাচাইকরণের সময় কমে যায়।

তথ্য সুরক্ষিত – পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার বা পিকেআই প্রযুক্তির মাধ্যমে এই চিপের মধ্যে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয়। এর মানে হল যে কোনও অজানা ব্যক্তি আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারবে না।

পুরনো পাসপোর্টে কিছু করা দরকার ?

যাদের ইতিমধ্যেই পাসপোর্ট রয়েছে, তাদের অবিলম্বে নতুন ই-পাসপোর্ট নেওয়ার প্রয়োজন নেই। আপনার এই পাসপোর্ট যতদিন বৈধ থাকবে ততদিন আপনি তা ব্যবহার করতে পারবেন। পুনর্নবীকরণের সময় এলে আপনি তখন একটি ই-পাসপোর্ট পাবেন।

ই-পাসপোর্টের জন্য কীভাবে করবেন আবেদন 

ই-পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়া আগের মতই রয়েছে।

প্রথমেই আপনাকে যেতে হবে www.passportindia.gov.in ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্টার্ড আইডি থেকে লগ ইন করতে হবে অথবা Fresh কিংবা Reissue বিকল্প বেছে নিতে হবে।

প্রয়োজনীয় তথ্য বসিয়ে ফি জমা করতে হবে।

নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আর সেখানে নির্ধারিত সময়ে আসল নথিগুলি নিয়ে যেতে হবে যাচাইকরণের জন্য।