Chitra Ramkrishna Arrested: শেয়ার বাজারে দুর্নীতি মামলায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) চিত্রা রামকৃষ্ণকে গ্রেফতার করেছে সিবিআই। আদালত তার আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যান করার পরই রবিবার তাঁকে নয়াদিল্লিতে হেফাজতে নেওয়া হয়েছে।
২০১৩- ২০১৬ সালের মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-র সিইও হিসাবে দায়িত্ব পালন করেছিলেন চিত্রা রামকৃষ্ণ।৫৯ বছরের এনএসই-র প্রাক্তন সিইও বহুদিন ধরেই সিবিআই-এর রাডারে ছিলেন । NSE-র কর্মী আনন্দ সুব্রহ্মণ্যমের সাথে জড়িত একটি তদন্তের জন্য তাকে "হিমালয়ের যোগীর" সাথে ইমেলের মাধ্যমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্পর্কে গোপনীয় তথ্য ভাগ করার অভিযোগ আনা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে, এই "যোগী" আসলে আনন্দ সুব্রহ্মণ্যম, যাকে চলতি মাসের শুরুতেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে চলা দুর্নীতির বিষয় সামনে আনে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। রিপোর্টে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তাদের কাছে NSE-তে দুর্নীতির বিষয়ে চিত্রা রামকৃষ্ণর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। যা দর্শায়, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে NSE-এর অভ্যন্তরীণ গোপনীয় তথ্য ইমেলের মাধ্যমে একজন অজানা ব্যক্তিকে জানিয়েছেন কৃষ্ণা।
২০১৮ সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুর্নীতি মামলায় একটি এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলায় একজন স্টক ব্রোকারের বিরুদ্ধে NSE-র নিয়ম নীতিতে হেরফের করার অভিযোগ করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। এই মামলার তদন্তকারী সিবিআই আধিকারকরা দাবি করেন, NSE-র বিশেষ সুবিধা দেওয়া হত স্টক ব্রোকার সঞ্জয় গুপ্তাকে। ন্যাশনাল স্টক এক্সচে়্জের 'কো-লোকেশন' সুবিধা দেওয়া হত তাকে। বাজারের তথ্য সবার আগে দেওয়া হত সঞ্জয় গুপ্তার কোম্পানি ওপিজি সিকিরিটিজ লিমিটেডকে। যা কোনওভাবেই আগে অন্যের হাতে যেত না।
আরও পড়ুন : Share Market Tips: বাজারে আতঙ্ক ! সোমবারই কি সেই দিন ? ১৬,০০০ নিচে নামবে সূচক
আরও পড়ুন : Post Office Update: পোস্ট অফিসের সুদে নয়া নিয়ম, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে সব