Citroen C3 launch: আর বেশিদিনের অপেক্ষা নেই। ভারতের বাজারে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Citroen C3। সম্প্রতি দেশের রাস্তায় টেস্ট ড্রাইভে দেখা গিয়েছে এই গাড়িকে। 


Citroen C3: গাড়ির চেহারা বলছে , এসইউভি না হলেও টল বয় স্টান্স রয়েছে গাড়ির। নতুন এই গাড়িতে রয়েছে ক্রসওভারের সব বৈশিষ্ট্য।তাইএকেআর যাই হোক ছোট হলেও হ্যাচব্যাক বলা যাবে না। C3 হবে C5 এয়ারক্রসের পর দ্বিতীয় পণ্য যা ভারতে তৈরি করা হবে। কোম্পানি সূত্রে খবর , এই গাড়ির 90 শতাংশ দেশেই অ্যাসেম্বল হবে। 


Citroen C3: কেমন দেখতে গাড়ি ?
এই গাড়ি অন্যান্য সাবকমপ্যাক্ট SUV-র তুলনায় ভারতে সস্তা হতে পারে৷ দেশেই গাড়ি তৈরি হওয়ায় সেগমেন্টে অন্যদের থেকে তুলনায় কম দাম হতে পারে গাড়ির। এই গাড়ির ভারতের সংস্করণ দেখে যেকোনও অন্যান্য সিট্রোনের মতোই দেখতে লাগবে। হেডল্যাম্প/ডিআরএলসগুলি আলাদা করা হয়েছে। যাতে গাড়ি বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। একটি SUV না হওয়া সত্ত্বেও C3-এ প্রচুর পরিমাণে SUV-এর মতো স্টাইলিং দেওয়া হচ্ছে। ক্ল্যাডিং, ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও গাড়ির টল বয় স্ট্যান্স দেওয়া হয়েছে গাড়িতে। যা দেখে মনে হতেই পারে, এটিও কমপ্যাক্ট 
এসইউভি সেগমেন্টে নামাতে চলেছে কোম্পানি। 


Citroen C3 Price: C3 গাড়িতে বিভিন্ন রঙিন ইনসার্ট দেওয়া হয়েছে। গাড়িতে পাবেন একটি স্পোর্টি কেবিন। যেখানে খরচ কমানোর কিছু লক্ষণ দেখা যাবে। যেমন ম্যানুয়াল এসি-সহ মাঝখানে উইন্ডো নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। তবে, অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ স্মার্টফোন কানেক্ট টেকনোলজি রয়েছে গাড়িতে। কেবিনে পাবেন একটি 10 ​​ইঞ্চির টাচস্ক্রিন। C3-তে একটি 1.2লিটার পেট্রল ইঞ্জিন-সহ একটি ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। তবে এই গাড়িতে একটি যথাযথ AMT পাবেন। গাড়ির দাম C3-এর 
সাফল্য নির্দেশ করবে। আমরা আশা করি, এর দাম 5 লক্ষ টাকার আশপাশে থাকবে। কারণ বাজার ধরতে এই গাড়িকে Tata Punch থেকে সস্তা হতে হবে। বর্তমানে পা়ঞ্চের দাম শুরু 5.4 লক্ষ টাকা থেকে। সেখানে 5.7 লক্ষ টাকা থেকে দাম শুরু হচ্ছে Nissan Magnite-বেস মডেলের৷