Business News: নরম পানীয়র (Cold Drinks) পাশাপাশি এবার ভারতে মদের (Indian Liquor Market) মার্কেটে ঢুকে পড়ল কোকা কালা(Coca Cola)। এই প্রথম বিশ্বের বৃহত্তম কোল্ড ডিঙ্কস উত্পাদনকারী সংস্থা ভারতের বাজারে মদ বিক্রি করবে। কোম্পানি তার মদের ব্র্যান্ড লেমন ডো (Lemon Dou) দেশে বিক্রি শুরু করেছে।
কোথায় পাওয়া যাচ্ছে এই মদ
বর্তমানে কোকা কোলার এই পানীয় গোয়া ও মহারাষ্ট্রের কিছু জায়গায় বিক্রি হচ্ছে। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, শীঘ্রই দেশের অন্যান্য বাজারে ঢুকে যাবে পানীয়। ইতিমধ্যেই কোকা কোলার এই পানীয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দেশের বাজারে। কোম্পানি ২৫০ এমএল ক্যানের দাম রেখেছে ২৩০ টাকা।
কোম্পানি মদ বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে
দেশে মদ বিক্রির সিদ্ধান্ত নিশ্চিত করেছে কোকা কোলা ইন্ডিয়া। সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকে কোম্পানির মুখপাত্র বলেছেন, ''লেমন ডো-এর পাইলট টেস্ট চলছে। এটি ইতিমধ্যে বিশ্বের অনেক বাজারে পাওয়া যাচ্ছে। এখন আমরা ভারতে এই পানীয় আনার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে এই বিষয়ে জনগণের মতামত চাওয়া হচ্ছে। পরীক্ষার ফলাফল আসার পরে এটি সম্পূর্রূপে বাজারে আনা যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
লেবু ডো আসলে কী
লেমন ডো এক ধরনের অ্যালকোহল মিশ্রণ। এটি শোশু বা এক ধরনের বীজ থেকে তৈরি করা হয়। এতে ভদকা এবং ব্র্যান্ডির মতো ফিল্টার্ড মদ ব্যবহার করা হয়েছে। কোকা কোলা ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, এটি বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে। তবে নরম পানীয়র সুবিধাটি লেবু ডো তৈরিতে ব্যবহার করা হচ্ছে না।
মদের বাজারে ঢুকছে কোক-পেপসি
নরম পানীয়ের বাজার পুরোপুরি দখল করার পর, বিশ্বব্যাপী কোম্পানি কোক এবং পেপসি এখন মদের সেগমেন্টে তাদের লক্ষ্য রেখেছে। একে একে দুটি কোম্পানিই এই বাজারে প্রবেশ করেছে। কোক এর আগে জাপানেও লেমন ডো পণ্য লঞ্চ করেছে।
পেপসিও চালু করেছে এই পণ্য
পেপসিকো আমেরিকার বাজারে মাউন্টেন ডিউ-এর অ্যালকোহলযুক্ত সংস্করণও চালু করেছে। এর নাম দেওয়া হয়েছে হার্ড মাউন্টেন ডিউ। কোকা কোলার লেমন ডো সফল হলে তা ভারতেও পুরোপুরি আনা হতে পারে। সম্প্রতি, কোকা কোলাও 3300 কোটি টাকা বিনিয়োগের সাথে গুজরাতের সানন্দে একটি প্ল্যান্ট তৈরির ঘোষণা করেছে।
Gold Price Today: সপ্তাহের শুরুতেই বাড়ল সোনার দাম, না আজ কিনলে কমে পাবেন ?