Gas Cylinder Price: সেপ্টেম্বরের (September) শুরুতেই সুখবর। গৃহস্থের রান্নার গ্যাসের (LPG Gas Cylinder Price) পর এবার বাণিজ্যিক গ্যাস (Commercial Gas Cylinder)  সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। আজ থেকে নতুন মূল্য প্রযোজ্য। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Cooking Gas) দামে বড়সড় পরিবর্তন করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমানো হয়েছে।


Cooking Gas: এলপিজির দাম কমেছে ২০০ টাকা
পাবলিক সেক্টরের তেল সংস্থাগুলির (OMCs) দাম অনুসারে এখন LPG গ্রাহকদের ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নয়াদিল্লিতে ১৫২২ টাকা দিতে হবে। একই সময়ে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম হয়েছে ১৬৩৬ টাকা, মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৪৮২ টাকা এবং চেন্নাইতে এলপিজি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৬৯৫ টাকা।


LPG Cylinder Price: সাধারণ মানুষের জন্য স্বস্তি ! কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তেই কমেছে গ্যাস সিলিন্ডারের দাম (Gas Cylinder Price)। সাধারণের জন্য ২০০ ও উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা পাবেন ৪০০ টাকা ছাড়। জানেন কী এই PM Ujjwala Yojana ? কারা পেতে পারেন মোদি সরকারের এই সুবিধা, সেই ক্ষেত্রে কী নতি দেখাতে হবে আপনাকে ?    


মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য জানিয়েছেন,  উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৪০০ টাকা সরকারি ভর্তুকি পাবেন। ইতিমধ্যেই এই প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি পাচ্ছেন সুবিধাভোগীরা। এর পাশাপাশি সরকার ঘোষণা করেছে যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগও বিনামূল্যে দেওয়া হবে। যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা হবে ১০.৩৫ কোটি।


Ujjwala Yojana: কী এই উজ্জ্বলা যোজনা ?
উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা' চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। 


PM Ujjwala Yojana: কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা
এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।