নয়াদিল্লি: ভারতের অপারেশন সিঁদুরের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। আর এই আবহে দেশের বেশ কিছু শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থা এবং দেশীয় সংস্থাগুলি কর্মীদের জন্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে। সংবাদসূত্র অনুসারে জানা (Work From Home) গিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের কর্মীদের বাড়ি থেকে কাজ করার জন্য পরামর্শ জারি করেছে বেশ কিছু সংস্থা। সংস্থার প্রোডাকশনে যাতে কোনও প্রভাব না পড়ে, সেই জন্য (India Pakistan Tension) এই কার্যক্রম নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
যে সমস্ত সংস্থার ইউনিট বা শাখা রয়েছে পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতের মত সীমান্ত-পার্শ্ববর্তী এলাকায়, সেখানে এই নিয়ম জারি করা হবে বলেই জানা গিয়েছে। এই সমস্ত সংস্থার কর্মীদের সুরক্ষা নিরাপত্তার জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সংস্থাগুলি, কী করতে হবে কী করতে হবে না তা জানিয়েছে সংস্থা। এমনকী সংস্থার অফিসে কর্মরত কর্মীদের জন্যও সুরক্ষাবিধি জানিয়েছে।
সংবাদসূত্রে জানা গিয়েছে, 'সার্ভিসেস সেক্টর মূলত উত্তর ভারতের সংস্থাগুলির কর্মীদের জন্য ঘরে বসে কাজের বিধি জারি করেছে। কারণ এই সময় প্রোডাকশন ইউনিট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া কোনও কাজের কথা নয়'। সংস্থাগুলি এখন যে সমস্ত কর্মীদের আবশ্যিক অফিসে আসতেই হবে, তাদের জন্য সুরক্ষিত যাতায়াত নিশ্চিত করছে, সিনিয়র এক্সিকিউটিভদের জন্য আন্তর্জাতিক ও দেশীয় দূরভ্রমণ সাময়িকভাবে স্থগিত করেছে সংস্থাগুলি। বিপজ্জনক এলাকাগুলির জন্য এই নীতি আরও বেশিমাত্রায় কার্যকর করা হয়েছে। সংস্থার পরিচালনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সমস্ত সরকারি নির্দেশিকা মেনে চলেন এবং আপদকালীন পরিস্থিতিতে এলাকা খালি করে দেওয়ার মক ড্রিলও দেওয়া হয়েছে।
ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড বেভারেজ সংস্থাগুলির বেশিরভাগ ক্ষেত্রেই বিপুল ব্যবসায়িক সংযোগ রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। আর তাই এই সংস্থাগুলি আরও বেশি করে সুরক্ষাবিধি জারি করেছে। আমেরিকান এক্সপ্রেস, প্যানাসনিক ইন্ডিয়া, অ্যাক্সা গ্লোবাল বিজনেস সার্ভিস ইত্যাদি সংস্থার পক্ষ থেকে সুরক্ষা বিধি ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করা হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় নৃশংসভাবে খুন হন ২৬ জন পর্যটক। আর এই ঘটনার প্রতিশোধ নিতেই ভারত গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় অপারেশন সিঁদুরের মাধ্যমে, আর তারপর থেকেই আরও উত্তেজনা বেড়েছে দুই দেশের মধ্যে। ৮ মে ভারতের বেশ কিছু শহরকে লক্ষ্য করে পাকিস্তান ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে, যদিও সেই হামলা আকাশেই প্রতিহত করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।