NCC Ltd:  দুই বছরের মধ্যেই ২৬২ শতাংশ রিটার্ন ! আরও বৃহত্তর সময়ের হিসেব করলে ১০ বছরে ১৩০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই কনস্ট্রাকশান সংস্থার শেয়ার (Multibagger Stock)। ভারতের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশান কোম্পানি এনসিসি লিমিটেড (NCC Ltd Share)। ভারতের নির্মাণ ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে এই সংস্থার অবদান রয়েছে। আর এই সংস্থার শেয়ারেই বিপুল রিটার্ন লক্ষ করা গেল।


কত রিটার্ন ?


আজকের বাজারে এনসিসি লিমিটেড ছুঁয়ে ফেলেছে এর ৫২ সপ্তাহের সীমা। ২১৯.৭০ টাকায় ট্রেড করেছে শেয়ার (Multibagger Stock)। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের সমীক্ষা অনুসারে এটি ক্রমেই এর 'স্টেবল' অবস্থা থেকে 'পজিটিভ' অবস্থায় আসছে এবং বিগত বেশ কিছু বছর ধরে 'IND A Plus' রেটিং বজায় রেখেছে। ২০২২ সালের জুন মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত শেয়ারের দাম (NCC Ltd Share) ৫৮.৬০ টাকা থেকে শুরু করে বেড়ে দাঁড়ায় ২১২ টাকা। অর্থাৎ ২ বছরের মধ্যে প্রায় ২৬২ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই সংস্থার শেয়ার।


সময়ের নিরিখে পারফরম্যান্স


এক বছরের পারফরম্যান্স বিচার করে দেখলে ২০২৩ সালের শেষে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৯৮ শতাংশ। ২০১৪ সাল থেকেই বেশ ভাল মুনাফা দিয়েছে এই শেয়ার। বিনিয়োগকারীদের মুখে হাসি বজায় থেকেছে। ২০১৯, ২০২০ এবং ২০২২ সালে যথাক্রমে এই শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ, ২২ শতাংশ এবং ২০ শতাংশ। গত ১০ বছরের হিসেব দেখলে এনসিসি লিমিটেডের (NCC Ltd Share) শেয়ার প্রায় ১৩১১ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।


এনসিসির ব্যবসা


এনসিসি লিমিটেড ভারতের মধ্যে অন্যতম বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার কনগ্লোমারেট সংস্থা যারা মূলত হাউজিং, বিল্ডিং, রাস্তা, জল সরবরাহ ও পরিবেশ, সেচ ব্যবস্থা, মেটাল, মাইনিং, রেলওয়ে ইত্যাদি ক্ষেত্রে নিজেদের অবদান রেখেছে। সরকারি তরফে ইনফ্রাস্ট্রাকচারে বিপুল বিনিয়োগের কারণে এই সমস্ত সংস্থাগুলিও মুনাফা করছে ভালই।


বিদেশি লগ্নি এই সংস্থায়


২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে সফলভাবে এনসিসি লিমিটেড (NCC Ltd Share) প্রায় ১২,২৮৯ কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে যার ফলে এ বছরের ত্রৈমাসিকে তাঁদের অর্ডার বুকে রেকর্ড হয়েছে। মোট ৬১,৭৯৬ কোটি টাকার অর্ডার পেয়েছে এই সংস্থা। সম্প্রতি মার্কিনি সংস্থা স্মলক্যাপ ওয়ার্ল্ড ফান্ড ৯ জানুয়ারি ১৮৪ টাকা প্রতি শেয়ারের (Multibagger Stock) হিসেবে প্রায় ০.৫৭ শতাংশ স্টেক অধিগ্রহণ করে এই সংস্থায়। অর্থাৎ প্রায় ৩.৬ মিলিয়ন শেয়ার কিনে নেয় এই বিদেশি ইকুইটি ফান্ড।


(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)


আরও পড়ুন: Infibeam Share Price: একদিনেই বাড়ল ২০ শতাংশ, ত্রৈমাসিকের বিপুল মুনাফার খবরেই কি বাড়ল দাম ?