Credit Card Bill Payment: ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য খারাপ খবর বছরের শেষে। এখন থেকে আর ৩০ শতাংশ বাঁধাধরা সুদের হারের গণ্ডি থাকছে না তাদের জন্য, ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে (Credit Card Bill Payment) দেরি হলে ব্যাঙ্কগুলি ৩৬ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সুদ চাপাতে পারে। বড় সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট। ২০০৮ সালের জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের (NCDRC) সিদ্ধান্ত বাতিল করেছে শীর্ষ আদালত। এই সিদ্ধান্ত ছিল যে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে (Credit Card) দেরি হলে ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের ৩০ শতাংশ সুদ (Late Payment Fee) দিতে হবে, তবে এবার সেই গণ্ডি উঠে গেল। ব্যাঙ্কের স্বাতন্ত্র্য আরও বাড়ল।


কী জানিয়েছে সুপ্রিম কোর্ট ?


২০০৮ সালে এনসিডিআরসি তাদের একটি সিদ্ধান্তে জানিয়েছিল যে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের থেকে ৩৬-৫০ শতাংশ সুদ নেওয়া খুবই বেশি হবে। একে একটি ভুল বাণিজ্যিক কৌশল আখ্যা দিয়ে লেট ফি পেমেন্টের সুদের হার ৩০ শতাংশ সর্বোচ্চে বেঁধে দিয়েছিল। সুপ্রিম কোর্ট এনসিডিআরসির এই সিদ্ধান্তে এবার স্থগিতাদেশ জারি করেছে। ব্যাঙ্কগুলিকে স্বস্তি দিয়েছে।


কোন গ্রাহকরা সমস্যায় পড়বেন ?


ক্রেডিট কার্ডের বিল শোধ করতে দেরি করলে খারাপ খবর পেতে পারেন আপনি। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার থেকে ব্যাঙ্কগুলি ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে দেরি হলে তার থেকে ৩৬-৫০ শতাংশ সুদ আদায় করতে পারে। ২০ ডিসেম্বর এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।


সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ব্যাঙ্ক


সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পিছনে ১৬ বছরের একটি দীর্ঘ মামলা রয়েছে। ২০০৮ সালের জুলাই মাসে এনসিডিআরসি এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিল যে নির্দিষ্ট তারিখের মধ্যে পুরো ক্রেডিট কার্ডের বিল শোধ না করলে গ্রাহকদের উপর ৩০ শতাংশের বেশি সুদ নেওয়া যাবে না। এইচএসবিসি, সিটি ব্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের মত অনেক ব্যাঙ্কের পক্ষ থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। ২০ ডিসেম্বর এই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: GST Council Meeting: সিগারেটের পর এবার পুরনো গাড়ি বিক্রিতেও বাড়ল করের বোঝা, কী সিদ্ধান্ত হল ?