Personal Finance News: ক্রেডিট কার্ডের ব্যবহার একদিকে ভাল এবং অন্যদিকে খারাপ হতে পারে। অনেকেই নিজেদের পারচেজিং পাওয়ার বাড়ানোর জন্য একাধিক ক্রেডিট কার্ড নিয়ে রাখেন। একাধিক ক্রেডিট কার্ড কি নিতে (Credit Card) পারেন একজন ব্যক্তি ? কতগুলি কার্ড (Credit Card Rules) একবারে রাখা যায় ? তবে এই বিষয়ে কোনও আইনি নিয়ম-কানুন নেই। একেকজন ব্যক্তির লক্ষ্য, খরচের অভ্যাস অনুসারে এই ক্রেডিট কার্ডের ব্যবহার করা উচিত। তাহলে কীসে সুবিধে হয় বেশি ? একাধিক ক্রেডিট কার্ডে নাকি একটিমাত্র কার্ডে ? চলুন জেনে নেওয়া যাক।
একাধিক ক্রেডিট কার্ড থাকার সুবিধে
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও উন্নতি – একাধিক ক্রেডিট কার্ড থাকলে আপনার ক্রেডিট লিমিটও অনেকটাই বেড়ে যায়।
ইনসেনটিভ ও বেনিফিট বেশি পাওয়া যায় – একেক কার্ডে একেক রকমের সুবিধে পাওয়া যায়। কিছু কার্ডে কেনাকাটা, জ্বালানিতে বেশি ছাড় মেলে আবার কিছু কার্ডে ট্রাভেল রিওয়ার্ড মেলে। এই দুই ধরনের কার্ড রাখলে আপনার খরচের উপর ভিত্তি করে ইনসেনটিভও অনেক বেশি হবে।
কনটিনজেন্সি প্ল্যান দেয় – যদি একটি ক্রেডিট কার্ডের লিমিট ফুরিয়ে যায় বা সেটি কোনও কারণে ব্লক হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় কার্ড আপনাকে সাহায্য করতে পারে।
কী কী অসুবিধে একাধিক ক্রেডিট কার্ড থাকলে ?
অতিরিক্ত খরচ – একাধিক ক্রেডিট কার্ড থাকলে সেটি অনেকসময় মানুষকে অতিরিক্ত খরচের দিকে বা বলা ভাল অনিয়ন্ত্রিত খরচের দিকে ঠেলে দেয়। বাজেটের মধ্যে খরচ করার সামর্থ্য যাদের নেই তাদের জন্য এই ক্রেডিট কার্ড ব্যাপক ক্ষতিকর।
প্রশাসনিক বোঝা বেশি মাত্রায় চাপে – একাধিক ক্রেডিট কার্ডে সময়ে সময়ে পেমেন্ট করা বা কিস্তি দেওয়া ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে ক্রেডিট স্কোর খারাপ হতে পারে আপনার। বার্ষিক ফি থেকে শুরু করে সমস্ত কিছু নজরে রাখা কঠিন হয়ে পড়ে।
ক্রেডিট স্কোরে প্রভাব – প্রতিবার যখন আপনি নতুন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে যান তখন আপনার ক্রেডিট স্কোর কমে যায় এক ধাক্কায়। ঋণদাতাদের কাছে অল্প সময়ের মধ্যে অনেক ক্রেডিট কার্ডের আবেদন এলে তা আপনার আর্থিক সঙ্কটকে প্রমাণ করে।
কতগুলি ক্রেডিট কার্ড একসঙ্গে রাখা যায় ?
বেশিরভাগের ক্ষেত্রে দুটি বা তিনটি ক্রেডিট কার্ডের মাধ্যমেই ভারসাম্য বজায় রাখা যায় সহজে। এতে প্রথম কার্ডটি রিওয়ার্ডের জন্য ব্যবহার করতে পারেন বা অন্য কোনও প্রয়োজনে ব্যবহার করতে পারেন। অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য ৪-৬টি ক্রেডিট কার্ড রাখা যেতে পারে। তবে যাদের দক্ষ আর্থিক পরিকল্পনা করার অভ্যাস আছে তাদের ক্ষেত্রেই এতগুলি ক্রেডিট রাখা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে প্রতিটি কার্ডে যেন সময়ে সময়ে পেমেন্ট করা থাকে।