SIP Investment: এখনকার দিনে মিউচুয়াল ফান্ডের প্রতি বহু মানুষ আকৃষ্ট হচ্ছেন যারা তাদের টাকা কয়েকগুণ বাড়াতে চাইছেন বা দীর্ঘমেয়াদী সম্পদ গড়তে চাইছেন। সাধারণত ব্যাঙ্কের স্থায়ী আমানত, বন্ড ইত্যাদির থেকেও ঝুঁকি নিয়ে অনেক গুণ বেশি রিটার্ন পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বা স্টক মার্কেটের প্রতি ঝোঁক বাড়ছে মানুষের। দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার জন্য মিউচুয়াল ফান্ডে এসআইপি (SIP Investment) একটি সুবিধেজনক প্রক্রিয়া কারণ এখানে কম্পাউন্ডিংয়ের ক্ষমতা কাজে লাগে।

আর এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে এটি একটি সুবিধেজনক উপায় বলা চলে। এতে প্রতি মাসে অনেক অল্প পরিমাণে টাকা জমিয়েই বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা যায়।

সাধারণত মিউচুয়াল ফান্ড হাউজগুলি বিনিয়োগকারীদের বার্ষিক ১২ থেকে ১৪ শতাংশ গড়ে রিটার্ন দিয়ে থাকে দীর্ঘমেয়াদের হিসেবে, এর বেশি রিটার্নও মেলে কিছু কিছু ফান্ডে। এখন প্রতি বছর যদি একজন ব্যক্তি নিজের এসআইপির টাকা নির্দিষ্ট হারে বাড়াতে থাকে তাহলেই এক লাফে সম্পদও বাড়তে থাকে। তবে কম মেয়াদের মধ্যে ১ কোটি টাকা পেতে হলে মাসিক এসআইপির অঙ্ক কত হতে হবে ? দেখে নিন ফর্মুলা।

১০ বছরে ১ কোটি টাকার কর্পাস জমাতে চাইছেন এক ব্যক্তি। ধরে নেওয়া যাক একটি মিউচুয়াল ফান্ডে বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন দিচ্ছে। তাহলে তাঁকে প্রতি মাসের এসআইপি করতে হবে ৪৩,৫০০ টাকার। অর্থাৎ ১০ বছরে মোট জমাতে হবে ৫২ লক্ষ ২০ হাজার টাকা। ১২ শতাংশ হারে রিটার্ন এলে আপনি ১০ বছরেই পাবেন ১ কোটি ১ লক্ষ ৬ হাজার ৭৪৯ টাকা।

এখন এই ৪৩ হাজার টাকার এসআইপি সকলের জন্য খুবই কষ্টকর। সেক্ষেত্রে একজন ব্যক্তি চাইলে স্টেপ আপ প্রক্রিয়ার সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে ১০ বছরের জন্য আপনাকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে এসআইপি করতে হবে এবং প্রতি বছর এই অঙ্ক ১০ শতাংশ করে বাড়াতে হবে। অর্থাৎ প্রথম বছরে আপনি দেবেন ৩০ হাজার টাকা করে আর পরের বছর থেকে আপনি দেবেন ৩৩০০০ টাকা। তাহলেও ১০ বছরে ১২ শতাংশ রিটার্ন পেলে আপনার কর্পাস হবে ১ কোটি ১ লক্ষ ২২ হাজার ৯৭৮ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)