Crude Oil Price on New High: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে আগুন। বেড়েই চলেছে অশোধিত তেলের দাম। প্রায় প্রত্যেকদিনই রেকর্ড ছাড়িয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। আজ আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম গত নয় বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। ২০১৩-র ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১১৮ ডলারের স্তরে পৌঁছে গিয়েছে। 


রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দামে লাগাম টানতে আমেরিকা সহ অন্যান্য দেশের সরকারের পক্ষ থেকে কৌশলগত ভাঁড়ার থেকে অশোধিত তেল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারপরও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১১৮ মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। স্টক ও অন্য বাজারে একদিন আগেই ব্রেন্ট ক্রুডের দাম ৫.৪৩ ডলার বেড়ে  প্রতি ব্যারেলে ১১৩.৪০ ডলার হয়ে গিয়েছিল। একইসঙ্গে মার্কিন এসঅ্যান্ডপি ৫০০ দিন শুরুর লেনদেনে ০.৯ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। 


সুদের হার বৃদ্ধির প্রস্তুতি ফেডারেল রিজার্ভের


মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল মার্কিন কংগ্রেসে প্রদত্ত বয়ানে বলেছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক এই মাসে ঋণের সুদের হার বৃদ্ধি ঘটাতে প্রস্তুত। ২০১৮ সালের পর এই প্রথম ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়তে পারে। এই খবর সামনে আসার পর মার্কিন শেয়ার বাজারে গতকাল তেজিভাব দেখা গিয়েছিল। মার্কিন শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়ে লেনদেন করেছে। 


এর আগে আন্তর্জাতিক অয়েল এজেন্সি (আইইএ)-র সমস্ত ৩১ সদস্য দেশ তাদের কৌশলগত ভাণ্ডার থেকে ৬ কোটি ব্যারেল তেল সরবরাহের ব্যাপারে সহমতি প্রকাশ করেছিল। আন্তর্জাতিক তেল বাজারকে বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়, যাতে ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে তেলের যোগানে টান না পড়ে। কিন্তু অশোধিত তেলের দ্বিতীয় সর্বাধিক রফতানিকারী দেশ রাশিয়া থেকে সরবরাহ সংক্রান্ত জল্পনা নিয়ে যে আশঙ্কা দেখা দিয়েছে, আইএএ-র সদস্য দেশগুলির সিদ্ধান্তে তাতে কোনও প্রভাব পড়েনি। 


অশোধিত তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতির মধ্যেই আরও বড়সড় ধাক্কা খেতে চলেছে দেশের সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের আরও এক দফা মূল্যবৃদ্ধি কার্যত নিশ্চিত। দেশে পেট্রোল ও ডিজেলের দাম গত কয়েক মাস অপরিবর্তিত রয়েছে। গত বছরের ৪ নভেম্বরের পর পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। যদিও অশোধিত তেলের দাম ক্রমে বেড়েই চলেছে। দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। ১০ মার্চ ভোটের ফল ঘোষণা করা হবে। ভোট চলার কারণেই সরকারের চাপের মুখে তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে পারেনি বলেই মনে করা হচ্ছে। ভোটের পর চলতি লোকসান পূরণ করে বর্ধিত অশোধিত তেলের দাম অনুসারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হতে পারে।