UPI Update: প্রযুক্তির আলোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অন্ধকার। দিনের পর দিন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের প্রতারণার শিকার হচ্ছে দেশবাসী। এবার এই তালিকায় নয়া সংযোজন গুরুগ্রামের এক সংস্থা। আপনিও UPI পেমেন্টকারী হলে সাবধান ! আপনার সঙ্গেও হতে পারে এই ঘটনা। সেই ক্ষেত্রে আপনার ডিজিটাল পেমেন্ট সুরক্ষিত রাখতে মেনে চলুন এই পরামর্শ। 


Cyber Fraud: ৩৫ লক্ষ টাকা চুরি করেছে প্রতারকরা 
বর্তমানে প্রযুক্তি সাধারণ মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এখন ডিজিটাল পেমেন্টের সবচেয়ে পছন্দের পদ্ধতি হয়ে উঠেছে। UPI-এর মাধ্যমে এখন সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কেবল মোবাইল নম্বরের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে। যদিও ডিজিটাল এই প্রযুক্তি প্রতারকদের UPI জালিয়াতি করার অনেক সুযোগও করে দিয়েছে। 


একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর বলছে, সম্প্রতি একটি বড় গুরুগ্রাম ভিত্তিক সংস্থা প্যারাভিওম টেকনোলজিস এই ধরনের প্রতারণার শিকার হয়েছে। পেমেন্ট গেটওয়ে সিস্টেমে কারসাজি করে সাইবার অপরাধীরা কোম্পানির অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকা চুরি করেছে।


Digital Payment: কোম্পানির অ্যাকাউন্ট থেকে কীভাবে এত বড় জালিয়াতি ?


কোম্পানির ন্যাশনাল অপারেশনের প্রধান অঙ্কিত রাওয়াত জানিয়েছেন, কোম্পানি ক্যাশফ্রির পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছিল। সাইবার অপরাধীরা এই পেমেন্ট গেটওয়ে সিস্টেমের সঙ্গে কারচুপি করে। ৩৫টি সম্পূর্ণ UPI লেনদেনের পরে অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকা চুরি হয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ।


UPI Fraud: ইউপিআই জালিয়াতির ঘটনা বেড়েছে


কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাইবার সেল বলছে, ২০২২-২২ অর্থবর্ষের মধ্যে মোট ৯৫,০০০টি ইউপিআই লেনদেন করেছে সাইবার অপরাধীরা। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) UPI জালিয়াতি থেকে নিরাপদ থাকার জন্য সময়ে সময়ে কিছু পরামর্শ দিয়ে থাকে। এর আগে সাইবার অপরাধীরা মুম্বইতে ৮১ জনেরও বেশি মানুষকে তাদের শিকার বানিয়ে ১ কোটিরও বেশি টাকা লুঠ করেছে।


UPI জালিয়াতি এড়ানোর উপায়


১ UPI জালিয়াতি এড়াতে সবসময় আপনার ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, পিন ইত্যাদি কারও সঙ্গে শেয়ার করবেন না।


২ মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য আপনাকে পিন লিখতে হবে না। কেবল টাকা স্থানান্তরের জন্য পিন লিখতে হবে।


৩ UPI পেমেন্ট করার সময়, মনে রাখবেন যে কাউকে টাকা ট্রান্সফার করার আগে, তার বিবরণ যাচাই করতে ভুলবেন না।


আরও পড়ুন : Cyber Fraud: ইউটিউবে ভিডিও লাইক করে রোজগারের ফাঁদ ! পা দিলেই লক্ষ লক্ষ টাকা ক্ষতি