Cyber Crime India: ভারতে ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে ধীরে ধীরে বিপুল হারে বাড়ছে। অনলাইন লেনদেনের হারও বাড়ছে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ফ্রডের মত ঘটনাও। হাজার কোটি টাকা এভাবেই সাইবার জালিয়াতির কারণে খুইয়েছেন ভারতীয়রা (Cyber Fraud)। এই বছরের শুরু থেকে বিগত ৪ মাসে ১৭৫০ কোটি টাকা খুইয়েছেন ভারতীয়রা। শঙ্কা বাড়ছে সাইবার জালিয়াতিতে।


৪ মাসে খোয়া গেছে ১৭৫০ কোটি টাকা


ভারতের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে যে এই বছরের প্রথম চার মাসেই ভারতীয়রা হাজার কোটি টাকা হারিয়েছেন এই সাইবার জালিয়াতির (Cyber Fraud) কারণে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনায় ভারতীয়রা ১৭৫০ কোটিরও বেশি টাকা হারিয়েছেন। এই সময়ের মধ্যে ভারতের সাইবার অপরাধ দমন শাখার কাছে ৭ লাখ ৪০ হাজার মামলা দায়ের হয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জমা হয়েছে এত সংখ্যক মামলা।


প্রতিদিনই হাজারও অভিযোগ জমা পড়ে


ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী এই মে মাসেই প্রতিদিন গড়ে সাত হাজার অভিযোগ (Cyber Fraud) জমা পড়েছে। আর এই অভিযোগগুলির মধ্যে ৮৫ শতাংশই অনলাইন আর্থিক জালিয়াতির ঘটনা। আগের বছরের তুলনায় এই বছর আর্থিক জালিয়াতির ঘটনা আরও বেড়েছে।


প্রতি বছরই বাড়ছে সাইবার জালিয়াতি


বিগত ৫ বছরে দেখা গিয়েছে রেকর্ড হারে বেড়েছে সাইবার ক্রাইমের ঘটনা। ২০১৯ সালে যেখানে ২৬ হাজার ৪৯টি সাইবার ক্রাইমের (Cyber Fraud) ঘটনা ছিল, সেখানে ২০২০ সালে এই পরিসংখ্যান দাঁড়ায় ২ লাখ ৫৭ হাজার ৭৭৭টি। এর পরে ২০২১ সালে সাইবার জালিয়াতির ঘটনা দাঁড়ায় ৪ লাখ ৫২ হাজার ৪১৪টি, ২০২২ সালে পরিসংখ্যান হয় ৯ লাখ ৬৬ হাজার ৭৯০ টি। আর ২০২৩ সালে অর্থাৎ গত বছর এই সংখ্যা পেরিয়ে যায় ১৫ লাখের সীমা। আর এই বছরের শুরু থেকে মাত্র ৪ মাসের মধ্যেই পরিসংখ্যান দাঁড়িয়েছে ৭ লাখ ৪০ হাজার টাকা।


ট্রেডিং স্ক্যামে খোয়া গেছে বেশি টাকা


ভারতে সাইবার জালিয়াতির বেশিরভাগ ঘটনাই আর্থিক জালিয়াতি সংক্রান্ত। ট্রেডিং জালিয়াতিতে ভারতীয়রা ইতিমধ্যেই খুইয়েছেন ১৪২০ কোটি টাকা। এই বছর প্রথম ৪ মাসে এরকম ২০ হাজার ৪৩টি ট্রেডিং জালিয়াতির মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে ডিজিটাল অ্যারেস্টের মত জালিয়াতির ফাঁদে ভারতীয়রা হারিয়েছেন ১২০ কোটি টাকা। এমনকী ডেটিং অ্যাপে বিনিয়োগের জন্যেও ১৩.২৩ কোটি টাকার জালিয়াতির মামলা দায়ের হয়েছে এই ৪ মাসের মধ্যে।


আরও পড়ুন: Credit Card Rules: ক্রেডিট কার্ডে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, গুনতে হবে মোটা টাকা