Nithin Kamath: প্রতারণার নতুন ফাঁদ, এবার বাজারে এল'পিগ বুচারিং'(Pig Butchering Scams)। এক ধাক্কায় হারাতে পারেন বিপুল অঙ্কের টাকা (Money Scam) । সম্প্রতি দেশের অন্যতম শেয়ার ব্রোকিং প্লাটফর্ম জিরোধার (Zerodha) প্রতিষ্ঠাতা নীতিন কামাথের মুখে শোনা গিয়েছে এই স্ক্যামের নাম। কীভাবে এই প্রতারণা থেকে রক্ষা পাবেন জানেন ?
কত হাজার কোটি টাকার স্ক্যাম চলছে দেশে
পিগ বুচারিং কেলেঙ্কারির পরিমাণ দেশে কয়েক হাজার কোটি টাকা। এর মাধ্যমে জাল চাকরির অফার, প্রতারণামূলক হাই-রিটার্ন ইনভেস্টমেন্ট স্কিম এবং ক্রিপ্টো বিনিয়োগ ইত্যাদির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয় টার্গেটকে।
'পিগ বুচারিং' আসলে কী ?
'পিগ বুচারিং' হল এক ধরনের সাইবার স্ক্যাম, যেখানে স্ক্যামাররা একজন বন্ধু বা প্রেমিকের মতো টার্গেটের সঙ্গে মিশে জালে ফাঁসায়। এখানে প্রতারকরা বিনিয়োগ, চাকরি ইত্যাদির জন্য টাকা দেওয়ার নাম করে লোভ দেখায় সবাইকে। পরে কিছু বোঝার আগেই জালিয়াতরা টাকা হাতিয়ে চম্পট দেয়। নামটি থেকে বোঝা যায়,Pig Butchering Scams আসলে টার্গেটকে কাটার আগে তাকে বড়সড় প্রলোভনের মাধ্য়মে প্রলুব্ধ করে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন নীতিন কামাথ।
'পিগ বুচারিং' স্ক্যাম কীভাবে কাজ করে?
এই স্ক্যামের ক্ষেত্রে জাল প্রোফাইল ব্যবহার করে স্ক্যামাররা ব্যবহারকারীদের আস্থা অর্জন করে। তারা ব্যবহারকারীদের আস্থা অর্জনের জন্য প্রেম বা বন্ধুত্বের ভান করে। তারপরে তাদের চাকরি এবং হাই-রিটার্ন বিনিয়োগের জন্য অর্থ পাঠাতে প্ররোচিত করে। শেষে সেই অর্থ চুরি করে। এই স্ক্যামগুলি বিশ্বব্যাপী চলছে,সম্প্রতি এই স্ক্য়ামের হার বেড়েই চলেছে।
অনেকে স্ক্যামি কোম্পানিগুলির আন্তর্জাতিক চাকরির অফারের ফাঁদে পড়ে। একবার বিদেশে গেলে টার্গেটদের বন্দি করে রাখা হয়। সবথেকে ভয়ঙ্কর বিষয় হল,প্রতারকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে সাধারণত বিপরীত লিঙ্গের জাল প্রোফাইল ব্যবহার করে। পরে তাদের বিশ্বাস অর্জন করে প্রতারিত করা হয়। এই প্রতারিতদের তালিকায় ভারতীয়দের নাম সবথেকে বেশি।
কীভাবে এই স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করবেন
আমাদের চারপাশের প্রত্যেকেই এই স্ক্যামের সম্ভাব্য শিকার হতে পারি। দ্রুত অর্থ এবং বিদেশে চাকরির প্রলোভন এই স্ক্যামের প্রধান হাতিয়ার।
'পিগ বুচারিং' স্ক্যাম থেকে রক্ষা করার কিছু টিপস
1) হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ডেটিং অ্যাপে অজানা মেসেজের উত্তর দেবেন না।
2) কেউ যদি আপনাকে কিছু নতুন অ্যাপ ডাউনলোড করতে বা লিঙ্কগুলি খুলতে বলে তবে এটি থেকে দূরে থাকুন।
3) এই স্ক্যামগুলি আশা, ভয়, স্বপ্ন এবং লোভের মতো আপনার আবেগগুলিকে কাজে লাগানোর উপর নির্ভর করে। কখনই তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবেন না।
4) আতঙ্কিত হবেন না। বেশিরভাগ লোকেরা এই স্ক্যামে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানায়। তারপরই এই স্ক্যামে পড়ে।
5) সন্দেহ হলে নিকটস্থ থানায় যান বা আইনজীবীর সঙ্গে কথা বলুন।
6) কেউ যদি চাকরি বা উচ্চ রিটার্নের মতো কিছু প্রতিশ্রুতি দেয় বা আপনার কাছে অর্থ চায় তবে তার থেকে দূরে থাকুন।
7) কখনোই ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য তথ্য যেমন আপনার আধার, পাসপোর্ট বা আপনার আর্থিক তথ্য যেমন ব্যাঙ্কের বিবরণ, বিনিয়োগের বিবরণ ইত্যাদি শেয়ার করবেন না।
FD Interest Rates: SBI,HDFC না PNB , কোন ব্যাঙ্কে এফডিতে পাবেন বেশি সুদ, জানুন নতুন রেট