DA Hike Arrear Payment Date: সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ২ শতাংশ বাড়ানো হয়েছে যা কিনা এই বছর জানুয়ারি মাস থেকে কার্যকর হবে (DA Hike) বলে জানানো হয়েছে। ডিয়ারনেস অ্যালাউয়েন্স এবং ডিয়ারনেস রিলিফ দুইই বাড়ানো হয়েছে। ফলে কেন্দ্র সরকারি কর্মী এবং পেনশনভোগী উভয়েরই সুবিধে হয়েছে। ২৮ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনে এই ২ শতাংশ হারে ডিএ (DA Arrears) বাড়ানো হয়েছে। এর ফলে দেশের এক কোটি সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। তবে ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া বর্ধিত ডিএ-র হিসেবে বকেয়া টাকা বা এরিয়ারের টাকা কবে পাবেন কর্মী ও পেনশনভোগীরা ?
কেন্দ্র সরকারের বকেয়া ডিএ কবে মিলবে
সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত কেন্দ্র সরকারি কর্মীরা তাদের এপ্রিল মাসের বেতনের সঙ্গে একত্রে ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া ডিএ-র টাকা পেয়ে যাবেন। এর ফলে শুধু যে কর্মীদের মাসিক বেতন বেড়ে যাবে তাই নয়, বিগত তিন মাসের ডিএ বকেয়া থাকার জন্য একত্রে অনেক টাকা পেয়ে যাবেন তারা।
কত টাকা পাবেন এরিয়ার হিসেবে
কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক বেতন যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে তাঁর মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত ৩৬০ টাকা বর্ধিত ডিএ হিসেবে পাওয়ার কথা, ফলে তিন মাসের বকেয়া টাকার হিসেবে তাঁর পাওয়ার কথা ১০৮০ টাকা যা তাঁর এপ্রিল মাসের বেতনের সঙ্গে যুক্ত হয়ে অ্যাকাউন্টে ঢুকবে।
আর অন্যদিকে যে সমস্ত পেনশনভোগীর ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা, তাদের মাসিক ১৮০ টাকা করে বাড়বে বর্ধিত ডিএ হিসেবে। আর এই হিসেব ধরে বকেয়া তিন মাসের জন্য তারা পাবেন ৫৪০ টাকা।
এই বর্ধিত ডিএ দেশের প্রায় ৪৮.৬ লক্ষ কেন্দ্র সরকারি কর্মী এবং ৬৬.৫ লক্ষ অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের উপকৃত করেছে। আর এই ডিএ বাড়ানোর ফলে বছরে ৬৬১৪.০৪ কোটি টাকা অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে সরকারি কোষাগারে।
আগামীতে আরও বাড়বে ডিএ
সাধারণত প্রতি বছরেই দু'বার করে কেন্দ্র সরকার কর্মীদের মহার্ঘভাতা বাড়ায়। জুলাই ও অক্টোবর এই দুই মাসের হিসেবে ডিএ বাড়ানো হয়ে থাকে। জুলাই ডিসেম্বর পর্বের জন্য আবারও বাড়তে পারে ডিএ। তবে এই ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে সম্ভবত অক্টোবর বা নভেম্বর মাসে। তাছাড়া অষ্টম বেতন কমিশনের ঘোষণা হয়ে গেলে বেসিক বেতনের কাঠামো বদলে যাবে এবং তখন ডিএর কাঠামোতেও আসবে বদল।