L&T Chairman News : অতীতে একই পথে হেঁটেছিলেন ইনফোসিসের (Infosys) অন্যতম প্রতিষ্ঠাতা এম নারায়ণমূর্তি। দেশ গড়তে কর্মীদের কাজের সময় বাড়ানোর ওপর জোর দিয়েছিলেন তিনি। এবার দেশের কর্মসংস্কৃতি শোধরাতে রবিবারও কাজের আহ্বান করলেন এই কোম্পানির চেয়ারম্যান। যা শুনে হতাশ হয়েছেন বলিউড (Bollywood Actress) অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।
কী বলেছেন নাম করা কোম্পানির চেয়ারম্যান ?
সম্প্রতি লারসেন অ্যান্ড টুব্রো (এলএন্ডটি)-র চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যমের একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কর্মীদের সঙ্গে একটি বৈঠকের সময়, সুব্রহ্মণ্যম কর্মীদের সপ্তাহে সাত দিন কাজের ইচ্ছে থাকার কথা বলেছেন। বৃহস্পতিবার, বহুজাতিক সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারপারসন রবিবার সহ ৯০-ঘণ্টার কাজের সপ্তাহের পক্ষে কথা বলেছেন।
কোম্পানির কর্ণধার বলেন, "আমি আফসোস করি যে, আমি তোমাদের রবিবার কাজ করাতে পারি না। আমি যদি তোমাদের রবিবারে কাজ করিয়ে নিতে পারি , তবে আমি আরও খুশি হব। তুমি ঘরে বসে কী করো? কতক্ষণ তোমার স্ত্রীর দিকে তাকাও ?"
যার উত্তর দিয়েছেন দীপিকা
এই মন্তব্য প্রকাশ্য়ে আসতেই মুখ খুলেছেন, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কর্মীদের কর্ম-জীবনের ভারসাম্য নিয়ে সুব্রমণ্য়মের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন চিনি। যেখানে বিবৃতিটিকে 'শকিং' বলে বর্ণনা করেছেন দীপিকা। তাঁর পোস্টে দীপিকা কর্ম-জীবনের ভারসাম্য ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন। পোস্টে বলিউড অভিনেত্রী লিখেছেন, "এই ধরনের সিনিয়র পদে থাকা লোকজনকে এমন বিবৃতি দিতে দেখে মর্মাহত। #mentalhealthmatters (sic)।"
L&T কী বলেছে
এক বিবৃতিতে Larsen & Toubro-র মুখপাত্র বলেছেন, "L&T দেশ নির্মাণ আমাদের দায়িত্বের মূল উদ্দেশ্য৷ আট দশকেরও বেশি সময় ধরে আমরা ভারতের পরিকাঠামো, শিল্প এবং প্রযুক্তিগত পরিকাঠামোকে রূপ দিচ্ছি৷ আমরা বিশ্বাস করি, এটি ভারতের দশক। আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলছি যেখানে যা সম্মিলিত অগ্রগতির জন্য আরও উৎসাহ প্রয়োজন।
আমাদের দেশ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নত দেশ হয়ে উঠতে পারবে। চেয়ারম্যানের মন্তব্য এই বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। তিনি বলতে চেয়েছেন অসাধারণ ফলাফলের জন্য অসাধারণ প্রচেষ্টার প্রয়োজন৷ এলএন্ডটি-তে আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে আবেগ, উদ্দেশ্য এবং কর্মক্ষমতা আমাদের এগিয়ে নিয়ে যাবে৷''
এর আগেও এই ধরনের মন্তব্য
এস এন সুব্রহ্মণ্যমের মন্তব্য শুধুমাত্র কর্ম-জীবনের ভারসাম্য নিয়ে চলমান বিতর্কে আগুনে জ্বালানি যোগ করেনি উস্কে দিয়েছে আরও বিতর্ক। এর আগে ২০২৩ সালে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ৭০-ঘণ্টা কাজের সপ্তাহের পরামর্শ দিয়েছিলেন। যা নিয়েও কম বিতর্ক হয়নি। সোশ্য়াল মিডিয়ায় এর প্রতিবাদ করেছিলেন অনেকেই।