কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে শেষবারের মতো বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। স্বাভাবিকভাবেই এই বারের বাজেটে বেশ কিছু প্রত্যাশা তুঙ্গে‌। অন্য সব খাতের মতোই প্রতিরক্ষা খাতের বাজেট (defence budget 2024) নিয়েও প্রত্যাশা রয়েছে সকলের। আত্মনির্ভর ভারতের সুর ধরেই  দেশের প্রতিরক্ষা খাত বিশেষ বরাদ্দ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। 


আগের বছরের বাজেট কী বলছে ?


আত্মনির্ভর ভারতের সুরেই ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা বিভাগকে পোক্ত করেছে সরকার। গত বছরের বাজেটে এমনটাই বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থ বর্ষে প্রতিরক্ষা খাতে মোট ৫.৯৪ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০২২ সালে এই বরাদ্দের পরিমাণ ছিল ৫.২৫ লাখ কোটি টাকা। ২০২২ এর তুলনায় ২০২৩ সালে ১৩ শতাংশ বৃদ্ধি হয় বরাদ্দে। চলতি বছরেও (Budget 2024) তেমনটাই আশা রয়েছে। সরকারের তরফে সেটাই ইতিবাচক পদক্ষেপ হবে বলে অনেকের মত। 


মতিলাল অসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসের রিটেল রিসার্চ, ব্রোকিং অ্যান্ড ডিসট্রিবিউশনের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট স্নেহা পোদ্দার এবিপিকে জানান ‘বর্তমান সরকারের লক্ষ্য আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তাই প্রতিরক্ষা খাতকে আরও জোরদার করাটাই অগ্রাধিকার পাবে বলে আশা। এতে দীর্ঘমেয়াদি ভবিষ্যতে রপ্তানির কেন্দ্র হয়ে উঠতে পারে আমাদের দেশ।’ 


অন্যদিকে, প্রভুদাস লীলাধরের লিড অ্যানালিস্ট অমিত আনোয়ানি জানাচ্ছেন, ‘প্রতি বছর বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণ বাড়াচ্ছে বর্তমান সরকার‌। একইভাবে প্রতিরক্ষা, রেলওয়ে ও বিদ্যুৎ উৎপাদন খাতেও বরাদ্দ বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে ভোটের পর সরকার আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করবে বলেই মত অমিতের। তাঁর কথায় এই বাজেট অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024) বলে এখনই সবটা বোঝা যাবে না‌। অপেক্ষা করতে হবে ভোট শেষ হওয়ার পরের ঘোষণা পর্যন্ত।


প্রসঙ্গত, ২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেটে মূলধনী ব্যয়ের পরিমাণ ছিল ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে এই মূলধনী ব্যয়ের পরিমাণ ছিল  ১ লক্ষ ৫২ হাজার কোটি টাকা। এক বছরে ৭ শতাংশ বেড়েছিল বরাদ্দের পরিমাণ। বাহিনীর তিনটি শাখার আধুনিকীকরণের জন্য এটি বরাদ্দ করা হয়। গত বছরের বরাদ্দের অধিকাংশই যুদ্ধাস্ত্র কেনার পিছনে খরচ করা হয়। পাশাপাশি সামরিক সরঞ্জাম নির্মাণেও পিছনেও ব্যয় করার কথা বলেছিলেন নির্মলা সীতারামন। 


আরও পড়ুন - Budget 2024 Expectations: গ্রিন মোবিলিটির দিকে ছুটছে ভারতের অটো সেক্টর, ইভিতে কতটা জোর থাকবে বাজেটে ?