Stock Market: ভারতের শেয়ার বাজারে ব্যাপক বৃদ্ধি এসেছে, বিপুল গতি এসেছে ডিফেন্স সেক্টরের স্টকগুলিতে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে বাজার মূলধন, বলাই বাহুল্য পহেলগাঁও হামলার পর থেকে ভারত পাক উত্তেজনার জেরে এক ধাক্কায় ৮৬,২১১ কোটি টাকা বেড়ে গিয়েছে ডিফেন্স সেক্টরের স্টকগুলির বাজার মূলধন।
ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে প্রত্যাঘাত আনতে অপারেশন সিঁদুর সফল করার পর থেকেই হু হু করে বেড়েছে এই সেক্টরের স্টকগুলির দাম। বলা ভাল ভারতীয় সেনার এই প্রত্যাঘাতের পর থেকে ডিফেন্স সেক্টরে বুল রান শুরু হয়ে যায়। এই অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা।
১৯৭১ সালের যুদ্ধের পর থেকে এটাই ছিল ভারতের ত্রি-সেনা আঘাত, আর এই ঘটনাই ভারতের প্রতিরক্ষা খাতের উপর আস্থা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল বিনিয়োগকারীদের। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল।
এর ফলে নিফটি ইন্ডিয়া ডিফেন্স সূচক যা কিনা দেশের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা খাতের স্টকগুলির অবস্থা ট্র্যাক করে, সামরিক পদক্ষেপ শুরুর পর থেকেই তা ৯.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ের মধ্যে বেঞ্চমার্ক নিফটি ৫০ সূচক কেবল ১.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে নিফটি সূচককে ছাপিয়ে গিয়েছে এই নিফটি প্রতিরক্ষা সূচক।
পরশ ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড সংস্থা এই বিপুল র্যালিকে নেতৃত্ব দিয়েছে। ২২ এপ্রিল থেকে ধরলে এই শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। বাজারের তথ্য অনুসারে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড সংস্থার শেয়ারের দাম ২৮ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে। মিশ্র ধাতু নিগম লিমিটেড এবং ভারত ডায়নামিক্সের পারফরম্যান্সও ২৬ শতাংশের বেশি বেড়ে গিয়েছে এই সময়ের মধ্যে।
অন্যান্য উল্লেখযোগ্য সংস্থার মধ্যে রয়েছে ডেটা প্যাটার্নস ইন্ডিয়া, ডিসিএক্স সিস্টেমস যাতে ২০ শতাংশের বেশি মুনাফা এসেছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পারফরম্যান্সের দরুণই কেবল ২৩,৬৮৩ কোটি টাকা বেড়েছে ডিফেন্স সেক্টরের বাজার মূলধন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)