UPI Service: রাস্তার ছোট ব্যবসায়ীরাও পাবেন বড় ব্যাঙ্ক থেকে ঋণ। চলতি বছরেই শুরু হতে চলেছে ডিজিটাল ঋণ পরিষেবা (Digital credit Service)। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন টেলিকম ও তথ্য় প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।


Digital credit Service: নতুন পরিষেবা নিয়ে কী বললেন মন্ত্রী ?
সম্প্রতি ডিজিটাল পেমেন্ট উৎসবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ''ভারতে ডিজিটাল ঋণ পরিষেবা মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে আরও এক কদম। নতুন এই পরিষেবা UPI পেমেন্ট পরিষেবার মতো কাজ করবে। একবার এই পরিষেবা শুরু হয়ে গেলে আগামী ১০-১২ মাসের মধ্য়ে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) আরও উন্নত হয়ে যাবে।''


UPI Service Update: ইউপিআইতে এবার নতুন পরিষেবা ?
আগামী দিনে UPI-তে 'ভয়েজ বেসড পেমেন্ট সিস্টেম' আনতে চলেছে সরকার। ইতিমধ্য়েই UPI-এর এই পরিষেবার প্রোটোটাইপ ডিজিটাল পেমেন্ট উৎসবে প্রকাশ্য়ে এনেছেন মন্ত্রী। এবার থেকে  ফোনে কেবল ভয়েজ কমান্ডের মাধ্যমেই UPI পরিষেবার সুবিধা পাওয়া যাবে। স্থানীয় ভাষাতেই এই সুবিধা পাওয়া যাবে। মন্ত্রী জানিয়েছেন, দেশের ১৮ টি স্থানীয় ভাষায় এই  'ভয়েজ বেসড পেমেন্ট সিস্টেম' পরিষেবা দেবে UPI।


Digital credit Service: বিশ্বে ছড়িয়ে পড়ছে UPI
এই বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্য় প্রযুক্তি সচিব অখিলেশ কুমার শর্মা জানিয়েছেন, UPI এখন বিশ্বের বিভিন্ন দেশে পরিষেবা দেবে। National Payments Corporation of India (NPCI) ইতিমধ্য়েই ইউপিআই-এর সুবিধা নেপাল, ভূটান, সিঙ্গাপুর, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহিতে দিচ্ছে। এই দেশগুলির সঙ্গে UPI নিয়ে কাজ শুরু করে দিয়েছে NPCI ।


UPI Service Update: এবার ১০ দেশে ইউপিআই সার্ভিস


কেন্দ্রীয় তথ্য় প্রযুক্তি সচিব জানিয়েছেন,  ১০ দেশের NRI-দের জন্য খুলে দেওয়া হবে এই UPI পরিষেবা। অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুরের প্রবাসী ভারতীয়রা পাবেন এই পরিষেবা। সিঙ্গাপুরের PayNow সিস্টেমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে UPI। শীঘ্রই একসঙ্গে কাজ করবে এই পেমেন্ট পরিষেবা।