Ujjivan Small Finance Bank: ২০২৩-২৪ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের (Ujjivan Small Finance Bank)। আর গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের দুরন্ত মুনাফা এসেছে। এই ব্যাঙ্কের মুনাফা বেড়েছে ৩২৬.৯০ কোটি টাকা। সেবির কাছে জমা দেওয়া ফাইলে দেখা গিয়েছে গত অর্থবর্ষে একই ত্রৈমাসিকের তুলনায় ব্যাঙ্কের মুনাফা বেড়েছে ৬.৫ শতাংশ। এই ত্রৈমাসিকেই ব্যাঙ্কটি ৩০৯.৫০ কোটি টাকা মুনাফা করেছিল। আর এবার দুরন্ত মুনাফার পরে ডিভিডেন্ড (Dividend Stocks) ঘোষণা করেছে এই ব্যাঙ্ক।


ব্যাঙ্কের নিট আয় বেড়েছে ২৬ শতাংশ


চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক জানিয়েছে যে তাঁর নেট সুদের আয় বেড়েছে ২৬ শতাংশ। এই আয় ৭৩৮ কোটি টাকা থেকে ৯৩৩ কোটি টাকা হয়েছে। ডিসেম্বর ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের NPA ২.১৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২.২৩ শতাংশ। ব্যাঙ্কটির নেট এনপিএ ০.১৭ শতাংশ থেকে ০.২৮ শতাংশে উন্নীত হয়েছে। এই ত্রৈমাসিকে এই উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ৬৬৮১ কোটি টাকা ঋণ দিয়েছে। এই পরিসংখ্যানটিও গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।


ব্যাঙ্কের আমানত বেড়েছে


জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের (Ujjivan Small Finance Bank) আমানত বেড়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এই আমানত বেড়ে হয়েছে ৩১,৪৬২ কোটি টাকা। বার্ষিক হিসেবে যা ২৩ শতাংশ এবং ত্রৈমাসিকের হিসেবে যা ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ব্যাঙ্কে কারেন্ট সেভিংস অ্যাকাউন্টের পরিমাণ বেড়েছে ২৪ শতাংশ এবং ত্রৈমাসিকের হিসেবে যা ১০ শতাংশ বেড়ে হয়েছে ৮৩৩৫ কোটি টাকা।


ডিভিডেন্ড ঘোষণা করেছে


এই ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডও ঘোষণা করেছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক। প্রতি শেয়ারে ১.৫০ টাকা হারে ডিভিডেন্ড (Dividend Stocks) দেবে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরে ৩ গুণ বেড়েছে বিনিয়োগকারীদের টাকা, আরও বাড়বে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক ?