Muhurat Trading: প্রতি বছর দীপাবলী উপলক্ষ্যে মুহুরৎ ট্রেডিংয়ের আয়োজন করে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। যে কোনো শুভ কাজের বিশেষ সময় নির্ধারণ যখন গ্রহের অবস্থানের উপর বিচার করে করা হয়, তখন তাঁকে বলে মুহুরৎ (Muhurat Trading)। বিএসই ও এনএসই উভয়ই একটি এক ঘণ্টার ট্রেডিং সেশন আয়োজন করে থাকে প্রত্যেক বছর যেখানে হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী দীপাবলী থেকে নতুন অর্থবর্ষ চালু হয়ে থাকে। একেই বলা হয় মুহুরৎ ট্রেডিং। বিশ্বাস করা হয় এই সময়ে ট্রেডিং জীবনে ভাগ্য ফিরিয়ে আনে। এই বছর ইতিমধ্যেই স্টক এক্সচেঞ্জে (Diwali Muhurat Trading 2024) মুহুরৎ ট্রেডিংয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।


১ নভেম্বর শুরু হবে মুহুরৎ ট্রেডিং


এই মুহুরৎ ট্রেডিংয়ের সময় লক্ষ্মীপুজোও আয়োজিত হয়ে থাকে যাতে লক্ষ্মীদেবীর মাধ্যমে জীবনে সমৃদ্ধি ও ধনসম্পদ বৃদ্ধি পায়। এই সময়ের মেয়াদের মধ্যে বিনিয়োগকারীরা ট্রেডিংয়ের মাধ্যমে সম্বৎ ২০৮১-র সূচনা করবেন। তবে এই বিষয়ে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। যাইহোক মুহুরৎ ট্রেডিং এই বছর ধার্য করা হয়েছে ১ নভেম্বর তারিখে। বিএসই ও এনএসই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দেবে। এই বছর বিএসইর ওয়েবসাইট অনুযায়ী মুহুরৎ ট্রেডিং হবে ১ নভেম্বর, তবে এ বিষয়ে কোনো তথ্য আলাদা করে জানানো হয়নি। যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন, তাদের খেয়াল রাখতে হবে এই সেশন শেষ হওয়ার ১৫ মিনিট আগেই সমস্ত পজিশন স্কোয়ার অফ করে দেওয়া হবে। ফলে সেভাবেই নিজেদের ট্রেডিং পরিকল্পনা করতে হবে।


মুহুরৎ টেডিং দিনে স্টক কেনা খুব শুভ বলে মনে করা হয়


ভারতের সমস্ত স্টক ব্রোকাররা দীপাবলিকেই নতুন অর্থবর্ষের সূচনা হিসেবে মনে করেন। বহু বিনিয়োগকারী বিশ্বাস করেন যে মুহুরৎ ট্রেডিং দিনে স্টক কেনা জীবনে শান্তি, সমৃদ্ধি ও ধন-সম্পদ নিয়ে আসে। এই সময়ে অনেকে নিজের পোর্টফোলিও ম্যানেজ করেন এবং নতুন অ্যাকাউন্ট সেটল করেন। যদিও মুহুরৎ ট্রেডিংয়ের আলাদা গুরুত্ব রয়েছে। স্টক ব্রোকাররা খুব সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেন। তবে খুচরো বিনিয়োগকারীদের এই সময় মনে রাখতে হবে এই মুহুরৎ ট্রেডিং চলাকালীন স্টক মার্কেট মুহুর্মুহু উত্থান-পতনে চলতে থাকে।


আরও পড়ুন: BSNL: সিমকার্ড ছাড়াই করা যাবে ফোন ! বড় বদল আনতে চলেছে BSNL