Donald Trump Oath Ceremony Speech Time : এই মহূর্তের দিকে তাকিয়ে সারা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ (Donald Trump Oath) নিতেই বদলে যেতে পারে অনেক দেশের বিদেশ নীতি। সেই ক্ষেত্রে ট্রাম্পের বন্ধু দেশের তালিকায় কি থাকবে ভারত (US India Relation) ? আজ ভারতীয় সময় (IST) কটায় দেখা যাবে সেই ছবি। ট্রাম্পের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কোন ভারতীয়রা (Indian Celebs)।
আমেরিকার কততম প্রেসিডেন্ট হবে ডোনাল্ড ট্রাম্প আর কিছুক্ষণের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে পেতে প্রস্তুত। আজ 20 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্টের 47 তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়েছিল। যার ফলাফল 6 নভেম্বর 2024-এ ঘোষণা করা হয়। যেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হন।
কোথায় কখন দেখতে পারবেন এই অনুষ্ঠানসারা বিশ্ব জুড়ে দর্শকরা ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে পাবেন হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে। ভারতীয় সময় অনুযায়ী দর্শকরা রাত সাড়ে ১০টা থেকে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন এই অনুষ্ঠানের। যুক্তরাষ্ট্রের অধিকাংশ মিডিয়া হাউসও শপথ গ্রহণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। আজ রাতে CNN, CBS, PBS টেলিভিশনে দেখা যাবে এই ছবি । US-ভিত্তিক দর্শকদের জন্য সময় অঞ্চল ভেদে ভিন্ন হবে।
আজ মার্কিন প্রেসিডেন্টর অনুষ্ঠানে কী থাকছেআজকের শপথ অনুষ্ঠান প্রাথমিকভাবে ক্যাপিটল বিল্ডিংয়ের বাইরে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। যদিও প্রবল ঠান্ডার কারণে বাড়ির ভিতরে সরানো হয়েছে এই শপথগ্রহণ।প্রধান বিচারপতি জন রবার্টস মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে 35 শব্দের শপথ বাক্য পাঠ করাবেন।
কোন-কোন শিল্পপতিরা থাকবেনএলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গের মতো হাই প্রোফাইল নাম সহ ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্বজুড়ে অতিথিরা যোগ দেবেন।
প্রাক্তন কোন কোন প্রেসিডেন্ট থাকবেনপ্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা, বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
বাইরের কোন অতিথিরা আসছেনএই অনুষ্ঠানে চিনের প্রেসিডেন্ট শি জিনিং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত থেকে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। ট্রাম্পকে অভিনন্দন জানাতে দু’দিন আগেই ওয়াশিংটন পৌঁছে গেছেন মুকেশ ও নীতা অম্বানি।
আরও পড়ুন: Whatsapp : নিষিদ্ধ হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যদি করেন এই ৫ ভুল