Continues below advertisement


India US Trade Deal: ভারতের অর্থনীতির (Indian Economy) জন্য ভাল খবর। ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৬ শতাংশ শুল্ক (Donald Trump Tariff)  তুলে নিল আমেরিকা  (US India Trade Deal)। ট্রাম্পের নতুন ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিল হোয়াইট হাউস। শুক্রবারই যার ফলে গতি নিতে পারে ভারতের শেযার বাজার ? (Indian Stock Market)  । 


কী বলেছে হোয়াইট হাউস


হোয়াইট হাউসের বিবৃতি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র চলতি  বছরের 9 জুলাই 90 দিনের জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক স্থগিত করার ঘোষণা করেছে। 2 এপ্রিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় পণ্য রফতানিকারী প্রায় 60 টি দেশের ওপর সার্বজনীন শুল্ক ও ভারতের মতো দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক খাড়া চাপিয়েছিল।


তবে আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত ২৬ শতাংশ আমদানি শুল্ক আরোপ করলেও থাইল্যান্ড, ভিয়েতনাম ও চিনের মতো প্রতিযোগীদের ওপর বেশি শুল্ক বসায়। যা নিয়ে চিনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে আমেরিকার। তবে হোয়াইট হাউস বলেছে অন্যান্য দেশের ওপর এই শুল্ক তুলে নেওয়া হলেও হংকং, ম্যাকাও সহ চিনের জন্য এই অতিরিক্ত শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রযোজ্য নয়।


বেসলাইন ট্যারিফ বজায় থাকবে


2 এপ্রিল জারি করা এক্সিকিউটিভ অর্ডারের 3 (ক) ধারার দ্বিতীয় অনুচ্ছেদে পারস্পরিক শুল্ক প্রয়োগের কথা বলা হয়েছে। এতে বিভিন্ন দেশের জন্য অ্যানেক্স 1 তালিকাভুক্ত শুল্কের হার অন্তর্ভুক্ত রয়েছে। তবে দেশগুলোর ওপর আরোপিত 10 শতাংশ বেসলাইন শুল্ক বহাল থাকবে।


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে আতঙ্কিত চিন। সেই আতঙ্ক থেকেই চিনা বৈদ্যুতিন সামগ্রী নির্মাতারা ৫ শতাংশ পর্যন্ত দাম কমানোর প্রস্তাব দিচ্ছে। এর পাশাপাশি ভারতীয় সংস্থাগুলির সঙ্গে নতুন করে সোর্সিং চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। এই পরিস্থিতিতে টিভি, ফ্রিজ ও স্মার্টফোন নির্মাতারা মনে করছেন, এটা উল্লেখযোগ্য ছাড়। কারণ, এর জেরে তাঁদের সঞ্চয় ২-৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এদিকে চাহিদা বৃদ্ধির জন্য ভারতীয় নির্মাতারা গ্রাহকদের কাছে কিছু কম দামের সুযোগ তৈরি করতে পারেন বলে মনে করা হচ্ছে।


হিসেব বলছে, আমেরিকায় ভারতের মোট পণ্য রফতানির প্রায় 18 শতাংশ, আমদানিতে 6.22 শতাংশ ও দ্বিপাক্ষিক বাণিজ্যে 10.73 শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে। অন্যদিকে, রফতানিতে চিনের অংশ মাত্র ৪ শতাংশ ও আমদানিতে 15 শতাংশ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)