Ukraine : আমেরিকার প্রেসিডেন্ট (US President) পদে বসেই ফের ঝটকা দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ইউক্রেন (Ukraine) ছাড়াও অনেক দেশে আর্থিক সাহায্য় বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন , আগামী ৯০ দিন কোনও দেশকে আর্থিক সাহায্য় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। 


ট্রাম্পের নীতি না মানলেই সাহায্য় বন্ধ
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ৯০ দিনের জন্য ইউক্রেন-সহ অনেক দেশে আমেরিকা থেকে আর্থিক সাহায্য বন্ধ করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, আমেরিকা থেকে বিদেশে যে আর্থিক সাহায্য যাচ্ছে, তা তাঁর নীতি অনুসারে হচ্ছে কি না তা আগে দেখে নেবেন তিনি। একবার ছাড়পত্র পেলেই তবেই ছাড়া হবে ফান্ড।


অনেক দেশ এর জন্য ক্ষতিগ্রস্ত হবে
তবে ট্রাম্পের এই আদেশে কোন দেশ বা সংস্থা নির্দিষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে তা এখনও স্পষ্ট নয়। আমেরিকার এমন অনেক প্রোগ্রাম রয়েছে, যার জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমেরিকান নিয়ম অনুসারে, যদি কংগ্রেসে পাশ করা কোনও প্রোগ্রামের বরাদ্দ অর্থ ইতিমধ্যে ব্যয় করা না হয়, তবে তা ব্যয় করতেই হবে, এই পলিসি বাধ্যতামূলক। ফান্ড বন্ধ করার পর ট্রাম্প বলেছেন, আমেরিকা থেকে বিদেশে যে আর্থিক সাহায্য যাচ্ছে, তা তার পররাষ্ট্রনীতি অনুযায়ী হওয়া উচিত।


আমেরিকাকে আগে, তারপরে সবাই
পগতকাল উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, ''আমি সব সময় আমেরিকাকে অগ্রাধিকার দেব। আমাদের দেশ এখন সমৃদ্ধ হবে। আজ থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে। সোমবার অফিসে ফিরে ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেন। যেখানে বিদেশি সহায়তা খাতে আমেরিকান সাহায্যের উল্লেখ ছিল। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন মূল্যবোধকে মান্যতা দেয় না সেসব দেশে সাহায্য় করবে না হোয়াইট হাউস।   


আর্থিক সাহায্য বন্ধ 
ট্রাম্পের এই বার্তা শোনা গেছে বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মুখে। তিনি বলেছেন, মার্কিন ডলার তিনটি বিষয় মাথায় রেখে বৈদেশিক সাহায্যের জন্য ব্যয় করা উচিত। প্রথমে দেখা উচিত, এটি কি আমেরিকাকে নিরাপদ রাখছে ? এই সাহায্য় কি আমেরিকাকে শক্তিশালী করছে ? শেষে কোনও দেশ বা সংস্থাকে সাহায্য় করলে তা কি আমেরিকাকে আরও সমৃদ্ধ করছে, এটা দেখে নেওয়া উচিত। বলা হচ্ছে, এই আদেশের মাধ্যমে ট্রাম্প ইউএনআরডব্লিউএর জন্য সাহায্য বন্ধ করতে চান। এটি এমন একটি সংস্থা যা রাষ্ট্রসংঘ্রে পতাকা তলে প্যালেস্টাইনের শরণার্থীদের সাহায্য করে।


এরফলে কী হবে
ট্রাম্পের এই নির্দেশের ফলে আফগানিস্তান, পাকিস্তানসহ অনেক দেশে আমেরিকার আর্থিক সাহায্য বন্ধ হয়ে যেতে পারে। তবে ট্রাম্পের এই আদেশ ইউক্রেন ও ইজরায়েলের ওপর কতটা প্রভাব ফেলে তা এখন দেখার বিষয়। 


Donald Trump: একসঙ্গে কাজ করতে মুখিয়ে মোদি, 'বন্ধু ট্রাম্প' দিলেন বড় ধাক্কা !