Car Driving School: গাড়ি চালানোর ক্ষেত্রে প্রায়শই এই ভুল ধারণা হয়ে থাকে অনেকের। বিশেষ করে লাইসেন্সের (Driving License) নতুন নিয়ম চালু হওয়ায় আরও বিভ্রান্তি তৈরি হচ্ছে। আপনার ড্রাইভিং স্কুল (Driving School) কি লাইসেন্স করে দিতে পারে। কী আছে নিয়ম জানেন।
নতুন কী পরিবর্তন হয়েছে মোটর ভেহিকেল অ্যাক্টেভারতে কেউ গাড়ি চালাতে চাইলে তার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি চালাতে দেখা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের জরিমানা করা হয়। সেজন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরই প্রত্যেকের গাড়ি চালানো জরুরি। চলতি বছরের ১ জুন থেকে ভারতে মোটর ভেহিকেল অ্যাক্টের কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে।
লাইসেন্স পেতে আগে আরটিও অফিসে যেতে হতআগে ড্রাইভিং লাইসেন্স পেতে আরটিও অফিসে যেতে হত। কিন্তু এখন কেউ ড্রাইভিং স্কুল থেকেও ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি সরাসরি একটি ড্রাইভিং স্কুলে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন, তাহলে তা ভুল। এখানে রইল সম্পূর্ণ নিয়মগুলি।
কীভাবে একজন ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন ?কেউ যদি ভারতে গাড়ি চালাতে চায়, তাহলে তার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা লাগে। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে RTO-তে গিয়ে আবেদন করতে হবে। কিন্তু চলতি বছরের ১ জুন থেকে বদলেছে মোটরযান আইনের নিয়ম।
ড্রাইভিং লাইসেন্সের নিয়মএখন কেউ চাইলে ড্রাইভিং স্কুল থেকেও তার ড্রাইভিং লাইসেন্স পেতে পারে। তবে, শুধুমাত্র সেই ব্যক্তিরাই ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, যারা ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ নিচ্ছেন। এজন্য অনুমোদিত বেসরকারি ড্রাইভিং ইনস্টিটিউট থেকে ড্রাইভিং শেখা প্রয়োজন। সেখানে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হলে সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন।