কলকাতা: পুজোর মুখে মাথায় হাত পর্যটকদের। আচমকাই বিমান পরিষেবা বাতিল গো ফার্স্ট (Go First Flight)-এর। বৃহস্পতিবার, ১৯ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে বিমান সংস্থা, খবর ANI সূত্রে।


এক-দুদিন নয়। একমাসের বেশি সময় ধরে- ৩০ নভেম্বর পর্যন্ত সব বিমান বাতিল করেছে এই সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, operational reasons -এ বাতিল করা হয়েছে বিমান।                                    


এই সময় ভরপুর উৎসবের মরসুম। এই সময় পর্যটন শিল্পের জন্য ভাল। বহু পর্যটক এই সময় নানা জায়গায় ঘুরতে যান। বিমান বাতিলের জেরে ধাক্কা লাগবে তাঁদের পরিকল্পনায়। ফলে প্রচুর ভোগান্তির আশঙ্কা করছেন অনেকেই। সংস্থার তরফে যাত্রীদের সমস্যা সমাধানে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।


 







এর আগে মে মাসে Go First এভাবেই বিমান বাতিল করেছিল। NLCT-তে নিজেকে দেউলিয়া ঘোষণার জন্য আবেদনও করেছিল। সময়ের মধ্যে ইঞ্জিন হাতে না পাওয়া এবং ইঞ্জিন সংক্রান্ত কিছু কারণে বন্ধ করে দিতে হয়েছিল উড়ান। সেই সময় DGCA শর্তসাপেক্ষে Go First-কে বিমান চলাচল শুরু করার কথা বলেছিল। আপাতত যে লগ্নি পাওয়া যাবে, তার উপর ভিত্তি করেই বিমান চলাচল শুরু করতে বলেছিল DGCA.তখন অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ১৫টি বিমান এবং প্রতিদিন ১১৪ উড়ান নিয়ে পরিষেবা চালু করতে বলেছিল। এই বিমান সংস্থার এখন ৪২০০ জন কর্মী রয়েছেন। এর আগে ৩ মে থেকে ধাপে ধাপে ১২ বার ফ্লাইট বাতিল করেছে সংস্থা। পরে ফের ৬ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল ওই সংস্থা। খারাপ আর্থিক অবস্থার কারণে গো ফার্স্ট ৩মে, ২০২৩ থেকে ফ্লাইট বাতিল করেছিল। গো ফার্স্ট অভ্যন্তরীণ বাজারে সস্তায় বিমান পরিষেবা সরবরাহকারী প্রধান সংস্থাগুলির মধ্যে একটি।  এয়ারলাইনটি দীর্ঘ সময় ধরে খারাপ আর্থিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।                            


আরও পড়ুন: নয়া রঙে সেজে উঠল এয়ার ইন্ডিয়া বিমান, পুজোর মুখে প্রকাশিত নতুন 'লুক'