e-SHRAM Portal: অসংগঠিত শ্রমিকদের জন্য সুখবর, e-SHRAM Portal আনল সরকার

দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিসংখ্যান পাওয়া যাবে এই ডেটাবেসে। এই পোর্টেলের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা।

Continues below advertisement

নয়াদিল্লি: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। ৩৮ কোটি শ্রমিকের সুবিধার্থে খোলা হল e-SHRAM Portal। এই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে শ্রমিকদের ডেটাবেস নিজের কাছে রাখবে সরকার।

Continues below advertisement

সরকারের নয়া উদ্যোগ e-SHRAM Portal
এ প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিসংখ্যান পাওয়া যাবে এই ডেটাবেসে। এই পোর্টেলের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা। এর মাধ্যমে শ্রমিকদের জনকল্যাণমূলক প্রকল্প দুয়ারে পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারই এই পোর্টাল লঞ্চ করে কেন্দ্র। এর আগে মঙ্গলবারই e-SHRAM Portal-এর লোগো উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী।

এই পোর্টাল থেকে কী সুবিধা পাবেন শ্রমিকরা? (e-SHRAM Portal Benefits)

নতুন এই পোর্টালে নিজেদের নাম রেজিস্টার করে সুবিধা পেতে পারেন দিন মজুর, পরিযায়ী শ্রমিক, পরিচারিকা-পরিচারক ছাড়াও ফুটপাথের দোকানিরা। মূলত ৩৮ কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ডেটাবেস তৈরি হবে এই পোর্টালের মাধ্যমে।
এই পোর্টালে রেজিস্টার করতে ১৪৪৩৪ টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে শ্রমিকদের জন্য। কোনও কারণে শ্রমিকরা নাম নথিভুক্ত করতে না পারলে এই নম্বরে পাওয়া যাবে সমাধান।
নিজের আধার কার্ড নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেইলস দিয়ে এই পোর্টালে রেজিস্টার করতে পারেন শ্রমিকরা।এখানে নাম নথিভুক্ত করতে জন্মের তারিখ, মোবাইল নম্বর, শহর, গ্রাম বা সোশ্যাল ক্যাটিগরি জানাতে হবে।   
একবার এই পোর্টালে নাম নথিভুক্ত করলে e-SHRAM card দেবে কর্তৃপক্ষ। যেখানে নির্দিষ্ট ১২ সংখ্যা দেওয়া থাকবে কার্ডে। কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পে কাজে লাগবে এই কার্ড।
কার্ডের Universal Account Number সারা দেশে গ্রহণযোগ্য বলে গণ্য করা হবে।
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, BOCW কর্মী, SHG সদস্য, ঘরের পরিচারক, ASHA কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ফুটপাথের দোকানি, রিক্সা চালক, ইটভাটার শ্রমিক, খেত মজুর, মনরেগার কর্মী, মৎস্যজাবী ছাড়াও ছেটা দোকানিরা নিজেদের নাম এই পোর্টালে অন্তর্ভুক্ত করতে পারবেন।

Continues below advertisement
Sponsored Links by Taboola