Budget 2024: আজ মোদি (PM Modi) সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের (Union Budget 2024) অপেক্ষার অবসান হতে চলেছে। সোমবার থেকে সংসদের নতুন অধিবেশন শুরু হচ্ছে। 23 জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) 2024-25 আর্থিক বছরের পূর্ণ বাজেট পেশ করতে চলেছেন। বাজেটের ঠিক আগে সংসদের বর্ষা অধিবেশনের প্রথম দিনে পেশ হতে চলেছে ভারতের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey 2024)।


কখন কোথায় পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা
অর্থনৈতিক সমীক্ষা 2023-24 লোকসভায় দুপুর 1 টায় এবং রাজ্যসভায় দুপুর 2 টায় পেশ করা হবে। 02.30 টায় ন্যাশনাল মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন অর্থনৈতিক সমীক্ষা প্রস্তুতকারী তার দলের সঙ্গে সমীক্ষার বিষয়ে জানাবেন।


অন্তর্বর্তীকালীন বাজেটের সময় বলা হয়েছিল এই কথা
প্রতি বছর বাজেটের আগে সরকার সংসদে অর্থনৈতিক পর্যালোচনা পেশ করে। সাধারণত, অর্থমন্ত্রী সংসদে অর্থনৈতিক পর্যালোচনা তুলে করেন। এই বছরের শুরুর দিকে যখন ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল, তখন সরকার অর্থনৈতিক সমীক্ষার পরিবর্তে দ্য ইন্ডিয়ান ইকোনমি: এ রিভিউ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সে সময় বলা হয়েছিল, নতুন সরকার গঠনের পর জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেটের আগে অর্থনৈতিক পর্যালোচনা পেশ করা হবে।


অর্থনৈতিক বিষয়ক বিভাগ এটি প্রস্তুত করে
প্রতিবারই অর্থনৈতিক পর্যালোচনা বলে দেয় আগের বাজেটে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা কতটা অর্জন করা সম্ভব হয়েছে। একভাবে, অর্থনৈতিক পর্যালোচনা হল গত অর্থবছরে সরকারের কর্মক্ষমতার পর্যালোচনা। এটি অর্থনৈতিক বিষয়ক বিভাগ প্রস্তুত করেছে। এবারের অর্থনৈতিক পর্যালোচনা তৈরি করেছে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের অফিস।


অর্থনৈতিক পর্যালোচনা বাজেটের ভিত্তি তৈরি করে
অর্থনৈতিক পর্যালোচনা দেশের অর্থনৈতিক নীতির পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এর গুরুত্ব যদি বাজেটের চেয়ে বেশি না হয়, তাহলে তাও খাটো করা যাবে না। বাজেটে ভবিষ্যৎ (সাধারণত পরবর্তী অর্থবছর) জন্য সরকারের পরিকল্পনার রূপরেখা থাকলেও অর্থনৈতিক পর্যালোচনায় অতীতে (সাধারণত বিগত অর্থবছর) সরকারের কাজের একটি হিসাব থাকে। বলা যায়, অর্থনৈতিক পর্যালোচনা অতীত, যার ভিত্তিতে ভবিষ্যতের বাজেট প্রস্তুত করা হয়।


অর্থনৈতিক পর্যালোচনায় এসব তথ্য দেওয়া হয়েছে
অর্থনৈতিক পর্যালোচনায় প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বিগত বাজেটে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা করেন। একইভাবে অর্থনৈতিক পর্যালোচনায় বিগত বছরের বাজেটে নেওয়া পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে তার বিস্তারিত তথ্যও পাওয়া যায়। এগুলি ছাড়াও পর্যালোচনায় আরও অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ের বিবরণ রয়েছে, যেমন দেশীয় অর্থনীতির বৃদ্ধির হার (জিডিপি বৃদ্ধির হার), মুদ্রাস্ফীতির হার, বিভিন্ন খাতের কর্মক্ষমতা (কৃষি, শিল্প, পরিষেবা) ইত্যাদি।


অর্থনৈতিক পর্যালোচনায় এই ৫টি বিভাগ রয়েছে
অর্থনৈতিক পর্যালোচনাকে মোটামুটিভাবে ৫টি ভাগে ভাগ করা যায়। এই 5টি বিভাগ হল- অর্থনৈতিক কর্মক্ষমতা বিশ্লেষণ, নীতির পরামর্শ, ডেটা ভিত্তিক বিবেচনা, মধ্যম থেকে দীর্ঘমেয়াদি পরিস্থিতি এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট। সোমবার ২২ জুলাই সকাল ১১টায় সংসদের নতুন অধিবেশন শুরু হবে। এর কিছুক্ষণ পরেই অর্থমন্ত্রী সংসদে অর্থনৈতিক পর্যালোচনা পেশ করতে পারেন।


Stock Market Today: আজ কোন স্টকে আপনার লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে পরামর্শ