Custom Duty on Edible Oil: আগামী কয়েকদিনে পুজোর মরশুমে বাড়তে পারে ভোজ্য তেলের দাম। আর এই বর্ধিত দামে ক্ষতিগ্রস্ত (Edible Oil Price) হতে পারে সাধারণ মানুষ। বিভিন্ন ভোজ্য তেলের উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই শুল্ক বাড়লে দামও বাড়তে পারে ভোজ্য তেলের।


শুল্ক বেড়েছে এইসব তেলের উপর


সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, সরকার অপরিশোধিত এবং পরিশোধিত সূর্যমুখী তেল সহ আরও কিছু ভোজ্য তেলের উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি জানিয়ে বলা হয়েছে, অপরিশোধিত ও পরিশোধিত পাম তেল, সয়াবিন তেল এবং সূর্যমুখী বীজের তেলের উপর বেসিক কাস্টম ডিউটি বাড়ানো হয়েছে।


এটিই একমাত্র স্বতন্ত্র শুল্ক


অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত সূর্যমুখী তেলের উপর মৌলিক শুল্কের হার এখনও পর্যন্ত শূন্য ছিল। এর অর্থ এসব তেল আমদানিতে কোনও আমদানি শুল্ক ছিল না। এখন এই আমদানি শুল্ক বাড়িয়ে করা হয়েছে ২০ শতাংশ। আর পরিশোধিত তেলের উপর মৌলিক শুল্ক হার ৩২.৫ শতাংশ করা হয়েছে। আগে এই হার ছিল ১২.৫ শতাংশ। আজ ১৪ সেপ্টেম্বর শনিবার থেকে এই পরিবর্তনগুলি কার্যকর করা হবে।


কত শুল্ক কার্যকর হতে পারে


প্রতিবেদন অনুসারে শুল্ক বৃদ্ধির কারণে ভোজ্য তেলের উপর মোট কার্যকর শুল্ক বেড়েছে ৩৫.৭৫ শতাংশ। অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সূর্যমুখী তেলের উপর কার্যকর শুল্কের হার এখন ৫.৫ শতাংশ থেকে ২৭.৫ শতাংশে উন্নীত হয়েছে। একই সময়ে পরিশোধিত সূর্যমুখী বীজ তেল, পরিশোধিত পাম তেল এবং সয়াবিন তেলের কার্যকর শুল্ক হার এখন ১৩.৭৫ শতাংশ থেকে উন্নীত হয়ে ৩৫.৭৫ শতাংশে পরিণত হয়েছে।    


পুজোর মরশুমে বেড়ে যায় তেলের চাহিদা


বিভিন্ন ভোজ্য তেলের উপর এমন সময়ে শুল্ক বাড়ানো হয়েছে যে সময় আর কয়েকদিনের মধ্যেই পুজোর মরশুমে তেলের চাহিদা বাড়তে চলেছে পাল্লা দিয়ে। সেপ্টেম্বর মাসের অর্ধেক পেরিয়ে গিয়েছে। নবরাত্রি ও দশেরার মত উৎসব আসছে আগামী মাসের শুরুতে অর্থাৎ অক্টোবরে। শেষে আছে দীপাবলি উৎসব। আর এই উৎসবের মরশুমে ভোজ্য তেলের চাহিদা দারুণভাবে বেড়ে যায়।


আরও পড়ুন: Layoff News: কাজ হারাবেন ১৮০০ কর্মী, ফের ছাঁটাইয়ের সিদ্ধান্ত এই সংস্থায়