নয়াদিল্লি: কিছুদিন আগেই বিপুল অঙ্কে টুইটার কিনে নিয়েছেন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। তারপরে এতদিন পরে গত বৃহস্পতিবার টুইটারের কর্মীদের সঙ্গে প্রথমবার ভিডিও কলে একটি মিটিং করেন টুইটারের নতুন মালিক। সূত্রের খবর, সেখানে তিনি যা যা বলেছেন, তাতে নাকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়া সংস্থাটিতে ছাঁটাইয়ের আশঙ্কাও।    


সংবাদ সংস্থা বিবিসি (BBC) সূত্রের খবর, সোশ্যাল মাইক্রো ব্লগিং সাইটে ছাঁটাইয়ের ইঙ্গিত ছিল এলন মাস্কের বক্তব্যে। কিন্তু এমন কেন মনে করা হচ্ছে?


কী বলেছেন মাস্ক:
সূত্রের খবর, ওই ভিডিও মিটিংয়ে মাস্ক বলেছেন সংস্থার 'স্বাস্থ্য ফেরাতে হবে'। এছাড়াও খরচ কমানোর (Cost Cutting) বিষয়েও নাকি বার্তা দিয়েছেন তিনি। সংস্থার আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করছে সবটাই। ওই মিটিংয়ে মাস্ক বলেছেন, এখন সংস্থাটিতে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। সংস্থার কর্মী সংখ্যা নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করার জায়গা রয়েছে বলে মনে করেন এলন মাস্ক। ভবিষ্যতে সংস্থার উন্নতির জন্য সেই দিকটি প্রয়োজন বলে মিটিংয়ে জানান তিনি।  তবে যাঁরা সংস্থার জন্য বিশেষ অবদান রেখেছেন তাঁদের কোনও চিন্তার কারণ নেই বলেও নাকি জানিয়েছেন এলন মাস্ক।  তবে তার এমন কথায় সংস্থার কর্মীদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে বলে সূত্রের খবর।


অন্য প্রসঙ্গ:
শুধু খরচ কমানোর কথাই নয়, রিমোট ওয়ার্কিং (Remote working), বাকস্বাধীনতার  (freedom of Speech) বিষয়ে বলেছেন তিনি। তাঁর কথায় নাকি উঠে এসেছে ভিনগ্রহে প্রাণ থাকার সম্ভাবনার কথাও। 


স্পেস এক্স-এ ছাঁটাই:
মাস্কের হাতে তৈরি সংস্থা স্পেস এক্স (SpaceX). সেখানেও ছাঁটাই হয়েছে। তবে ভিন্ন কারণে। সেখানে মাস্কের সমালোচনা করে একটি খোলা চিঠি লিখে তা প্রচার করেছিলেন। তার জন্য অন্তত পাঁচ জনকে চাকরি থেকে ছাঁটাই করা হয় বলে সূত্রের খবর।  


আরও পড়ুন: রামধনু রং হলেই কোপ, বাজেয়াপ্ত পেনসিল বক্সও, কিন্ত কেন?