Provident Fund: কেন্দ্র সরকার সম্প্রতি শ্রম মন্ত্রকের মাধ্যমে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নিয়ে বড় ঘোষণা করেছে। এই মন্ত্রকের (EPFO) পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার থেকে সমস্ত কর্মীদের জন্য তাদের প্রভিডেন্ট ফান্ডের UAN নম্বর বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সক্রিয় করতে আধার ভিত্তিক ওটিপি (Provident Fund) ব্যবহার করা আবশ্যিক। এই ওটিপির মাধ্যমে এই UAN সক্রিয় করলে এর মাধ্যমেই ইপিএফওর সমস্ত পরিষেবা ঘরে বসে দেখতে ও ব্যবহার করতে পারবেন সকল কর্মী।
ইপিএফওর জন্য জারি হল নির্দেশিকা
ভারতের শ্রম মন্ত্রক ২০২৫-এর কেন্দ্রীয় বাজেটে উল্লিখিত প্রতিশ্রুতিগুলি মেনে চলার চেষ্টা করছে যাতে এমপ্লয়ি লিঙ্কড স্কিমের মাধ্যমে সংস্থা ও সংস্থার কর্মী উভয়েই লাভবান হন। এর জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনকে এই আধার ভিত্তিক ওটিপির মাধ্যমে UAN সক্রিয় করার কথা জানিয়েছে।
কর্মীরাই উপকৃত হবেন
এই ওটিপি ভিত্তিক UAN যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে উপকৃত হবেন কর্মীরাই। এর মাধ্যমে সমস্ত কর্মীরা খুব সহজে তাদের সমস্ত রকমের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। আপনি প্রভিডেন্ট ফান্ড পাসবুক ডাউনলোড করতে পারবেন এবং ঘরে বসে অনলাইনেই টাকা তোলার আবেদন এবং অগ্রিম টাকা তোলার আবেদন জানাতে পারবেন। টাকা ট্রান্সফার ছাড়াও নিজের তথ্য এখানে বদলাতে পারবেন ঘরে বসেই। আপনি অনলাইন ক্লেমও জানাতে পারবেন এর মাধ্যমেই।
২৪ ঘণ্টাই পাবেন পরিষেবা
এর মাধ্যমে ইপিএফওর ওয়েবসাইটে আপনি ২৪ ঘণ্টাই পরিষেবা পাবেন, ঘরে বসে সমস্ত কিছু আপডেট করতে পারেন আপনি। এর জন্য আপনাকে নিজে ইপিএফওর অফিসে আসতে হবে না। ইপিএফও এই পরিষেবা দেবে আঞ্চলিক এবং জোনাল সমস্ত অফিসগুলিতে এর মাধ্যমে সংস্থার পরিধিও বাড়ানো গেল। এই সক্রিয়করণ প্রক্রিয়ার পরের ধাপে আপনাকে করতে হবে বায়োমেট্রিক অথেন্টিকেশন, ফেস রেকগনিশনের মাধ্যমে এই কাজ করা হবে।
সক্রিয়করণ প্রক্রিয়া সম্পূর্ণ করুন এভাবে
কিছু নির্দিষ্ট ধাপ মেনে চললে আধার ভিত্তিক ওটিপি দিয়ে UAN সক্রিয়করণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
ইপিএফও মেম্বার পোর্টালে যেতে হবে প্রথমেই, এরপরে একটা ট্যাব আসবে Activate UAN। এই লিঙ্ক আপনি পাবেন ইম্পরট্যান্ট লিঙ্ক ক্যাটাগরি থেকে।
তারপর UAN, আধার নম্বর, নাম, জন্মতারিখ বসিয়ে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে।
কর্মীদের নিশ্চিত হতে হবে যেন তাদের মোবাইল নম্বর আগে থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে।
এরপরে আধার ওটিপি ভ্যালিডেশন করতে হবে।
অথরাইজেশন পিন আপনাকে দেওয়া হবে এরপরে, তাঁর মাধ্যমেই আপনি পাবেন ওটিপি।
আরও পড়ুন: Gold Price: দাম বাড়ছে সোনার ? আজ কিনে রাখলে লাভ পাবেন ? জানুন আজকের সোনার দাম