EPFO: এই বছর মার্চ মাসেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে ২৭৩তম সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড স্কিম নিয়ে কিছু বদলের কথা ঘোষণা করা হয়েছিল। এই বদলের মধ্যেই নির্ধারিত ছিল চাকরিতে থাকাকালীন ইপিএফ (EPF) সদস্যের আকস্মিক মৃত্যু হলে তাদের জমানো পিএফের টাকার (EPFO) কী হবে, এমনকী এই ইপিএফের ডেথ বেনিফিটের নিয়মেই বড় বদল আনা হয়। আপনি কী জানেন চাকরিতে থাকাকালীন আপনার মৃত্যু হলে আপনার জমানো পিএফের টাকার কী হবে ?
সম্প্রতি একটি সমাজমাধ্যম পোস্টে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে স্পষ্ট বলা হয়েছে যে কোনও ইপিএফ সদস্যের আকস্মিক মৃত্যু হলে তাঁর জমানো পিএফের টাকা তাঁর নির্বাচিত নমিনি এবং পরিবারের কাছে স্থানান্তরিত হবে। এই বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছে ইপিএফও। জানানো হয়েছে,
১) যদি নমিনি বেঁচে থাকে, তাহলে আপনার জমানো পিএফের টাকা আপনার অবর্তমানে তাঁকে দেওয়া হবে।
২) যদি কোনও নমিনি না থাকে, ইপিএফ সদস্যের পরিবারের সমস্ত ব্যক্তিদের মধ্যে সমানভাবে এই পিএফের টাকা বন্টন করা হবে।
৩) আর যদি কোনও নমিনি স্থির করা না থাকে কিংবা ইপিএফ সদস্যের কোনও পরিবার না থাকলে আইনি নির্ধারিত ব্যক্তির কাছে এই টাকা স্থানান্তরিত হবে।
কাদের করা যাবে নমিনি বা পরিবারের কারা পেতে পারেন এই টাকা
পুরুষ ইপিএফ সদস্যরা তাঁর পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী, সন্তান, বাবা-মা এবং নিজের সন্তানের মৃত্যু হলে তাঁর স্ত্রী ও সন্তানদেরও নমিনি করতে পারবেন। অন্যদিকে মহিলা ইপিএফ সদস্যরা তাদের স্বামী, সন্তান, বাবা-মা, স্বামীর বাবা-মা এবং সন্তানের মৃত্যু হলে তাঁর স্ত্রী ও সন্তানদের নমিনি নির্বাচিত করতে পারবেন।
এর আগে বলা হয়েছিল যদি কোনও ইপিএফ সদস্যের চাকরির প্রথম বছরের মধ্যেই মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার ন্যূনতম ৫০ হাজার টাকা বিমা বাবদ পাবেন। এছাড়া যে সময়ে ইপিএফ সদস্য কোনও টাকা পিএফে জমা করাচ্ছেন না, মৃত্যুর আগে এই নন-ডিপোজিটরি পিরিয়ড থাকলেও ইপিএফও তাঁর পরিবারকে সুবিধে দিতে অস্বীকার করতে পারবে না।
আগে নিয়ম ছিল চাকরি বদলের সময় অল্প সময়ের জন্য গ্যাপ থাকলে পিএফের সুবিধে তাঁর পরিবার পেতেন না। এই সময় ইপিএফ সদস্যের মৃত্যু হলে ন্যূনতম ২.৫ লক্ষ টাকা কিংবা সর্বোচ্চ ৭ লক্ষ টাকার সুবিধে পরিবারকে দেওয়া হত না। তবে গত মার্চ মাসে নতুন নিয়মের অধীনে চাকরি বদলের সময় গ্যাপ থাকলেও পিএফের রেকর্ডে একে চাকরির কন্টিনিউয়েশন হিসেবেই দেখা হবে।