Continues below advertisement

 

 

Continues below advertisement

Pension News : সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিতর্কের আবহে এবার পিএফ-এর (PF) টাকা তোলার সময় নিয়ে স্পষ্টীকরণ দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) । বুধবার স্পষ্ট করে কর্মী সংগঠনের তরফে বলা হয়েছে, চাকরি ছাড়ার পরপরই একজন EPFO সদস্য ৭৫% তহবিল তুলতে পারবেন। কেউ যদি এক বছর বেকার থাকেন, সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা তোলা যাবে।

কী নিয়ে মূল বিতর্ক

বেকারত্বের সময় প্রভিডেন্ট ফান্ডের প্রিম্যাচিওর ফাইনাল সেটলমেন্ট নিয়ে যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এই নিয়ে নতুন নিয়ম করেছে EPFO। বলা হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এই প্রিম্যাচিওর ফাইনাল সেটলমেন্টের ন্যূনতম সময়কাল বর্তমান দুই মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হয়েছে। চূড়ান্ত পেনশন তোলার ক্ষেত্রে এই ন্যূনতম সময়কাল দুই মাস থেকে বাড়িয়ে ৩৬ মাস করেছে EPFOইপিএফওর এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার পরই বিষয়টি স্পষ্ট করেছে কর্মী সংগঠন।

এই নিয়ে কী বলছে মন্ত্রক

EPFO-এর তত্ত্বাবধানকারী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, "চাকরি ছাড়ার পরপরই ৭৫ শতাংশ টাকা তোলা যাবে ও এক বছর বেকার থাকার পর পুরো টাকা তোলা যাবে। আগে ঘন ঘন টাকা তোলার ফলে চাকরিতে ব্রেক দেখা যেত, যার ফলে অনেক পেনশনের দাবি খারিজ করা হত। সেই ক্ষেত্রে ফাইনাল সেটলমেন্টের সময় কর্মীদের কাছে খুব কম টাকা অবশিষ্ট থাকত। এই নতুন নিয়মের ফলে, কর্মচারীর চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে। আরও ভালো হবে চূড়ান্ত পিএফের পরিমাণ। পাশাপাশি পরিবারের আর্থিক সুরক্ষাও নিশ্চিত হবে।” শিক্ষা, অসুস্থতা, আবাসন ও বিশেষ পরিস্থিতিতে উত্তোলনের নিয়মে শিথিলতার সঙ্গে এই পরিবর্তনগুলি আগামী ১-২ মাসের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বেকারত্বের সময় টাকা তোলার শর্তে পরিবর্তন

সোমবার ইপিএফওর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড তাদের ২৩৮তম সভায় বেশ কয়েকটি পরিবর্তন অনুমোদন করেছে, যাতে কর্মীরা তাদের প্রভিডেন্ট ফান্ড তহবিলে অর্থ জমা করতে পারে। যার ফলে টাকা তোলার বিভাগগুলিকে বর্তমানে ১৩টি বিভাগ থেকে তিনটিতে ভাগ করা হয়েছে - অপরিহার্য চাহিদা (অসুস্থতা, শিক্ষা, বিবাহ); আবাসন চাহিদা; এবং বিশেষ পরিস্থিতি।

তবে, এটি ন্যূনতম ব্যালেন্সবেকারত্বের সময় টাকা তোলার ক্ষেত্রে প্রিম্যাচিওর ফাইনাল সেটলমেন্টে আরও দুটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে। এখন EPFO সদস্যরা তাদের তহবিলের ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন এবং সর্বদা তাদের অ্যাকাউন্টে জমা থাকা অবদানের ২৫ শতাংশ ন্যূনতম ব্যালেন্স হিসাবে চিহ্নিত করতে হবে।

আগে যদি কোনও EPFO ​​সদস্য দুই মাস বেকার থাকেন, তাহলে তারা তাদের সম্পূর্ণ তহবিল তুলতে পারতেন। EPFO ​​এখন বেকারত্বের সময় প্রভিডেন্ট ফান্ডের অকাল তহবিলের তোলার জন্য এই সময়কাল দুই মাস থেকে বাড়িয়ে ১২ মাস করেছে। চূড়ান্ত পেনশন তোলার সর্বনিম্ন সময়কালও দুই মাস থেকে বাড়িয়ে ৩৬ মাস করা হয়েছে