Provident Fund: কেন্দ্র সরকার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নিয়মে বড় বদল আনতে চলেছে। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Provident Fund) যারা সারা দেশের মোট ৬ কোটি চাকরিজীবী মানুষের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালায়। ইপিএফওর (EPFO Rule) গ্রাহকদের জন্য এবার অনেক সুবিধে মিলবে। কেন্দ্র সরকার ঘোষণা করতে পারে ইপিএফও ৩.০ প্রকল্প যেখানে প্রধানত কর্মীদের বেতনের ১২ শতাংশ ন্যূনতম (Pension Fund) অবদানের সীমা তুলে নেওয়া হবে। কর্মীরা তাদের আর্থিক সক্ষমতা অনুযায়ী নিজের ইচ্ছেমত প্রভিডেন্ট ফান্ডে টাকা জমাতে পারেন। অ্যাকাউন্ট হোল্ডাররা এটিএমের মাধ্যমে পিএফে জমা করা টাকা তুলে নিতে পারবেন খুব সহজেই।
প্রভিডেন্ট ফান্ডে জমাতে পারবেন আরও বেশি
ভারতের শ্রম ও কর্মসংস্থান ন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র সরকার ইপিএফও ৩.০ আনার প্রস্তুতি নিচ্ছে জোরকদমে যাতে ইপিএফও গ্রাহকদের জন্য অনেকগুলি নতুন ঘোষণা আসতে চলেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল প্রভিডেন্ট ফান্ডে কর্মীদের টাকা জমানোর নির্দিষ্ট ১২ শতাংশের সীমা তুলে দেওয়া হবে। কর্মীরা তাদের আয় ও ক্ষমতা অনুযায়ী ইচ্ছেমত অঙ্কের টাকা জমাতে পারেন প্রভিডেন্ট ফান্ডে। এমনকী এই টাকা বছরের যে কোনো সময় জমাতে পারবেন। এর প্রধান উদ্দেশ্য হল গ্রাহকদের যতটা সম্ভব সঞ্চয়ের বিকল্প তুলে ধরা। এই সীমা তুলে দেওয়ার ফলে অবসর গ্রহণের সময় গ্রাহকরা বেশি মাত্রায় পেনশন পেতে পারেন যদি তিনি বেশি পরিমাণ টাকা জমান প্রভিডেন্ট ফান্ডে। তবে সংস্থার যে নির্দিষ্ট হারের অবদান, তাতে কোনো বদল হবে না। অর্থাৎ আগে যেমন ১২ শতাংশ হারে টাকা সংস্থা সেই কর্মীর নামে প্রভিডেন্ট ফান্ডে জমাতেন তাতে কোনো বদল হবে না।
এটিএমের সাহায্যে তোলা যাবে টাকা
ইপিএফও গ্রাহকদের জন্য আরও বড় খবর হল এবার থেকে গ্রাহকরা এই পিএফের অ্যাকাউন্টে জমানো টাকা ডেবিট কার্ডের মাধ্যমে বা এটিএম কার্ডের মাধ্যমে তুলে নিতে পারবেন। এর জন্য পৃথক একটি ডেবিট কার্ড ইস্যু করা হবে। অর্থাৎ সরকার কর্মীদের জন্য একটি সুবিধে দিচ্ছে যাতে তারা তাদের জমানো টাকা খুব সহজে কোথাও লাইন না দিয়েই তুলে নিতে পারেন। এই এটিএমের মাধ্যমে মোট জমানো টাকার ৫০ শতাংশ তুলে নেওয়া যাবে। ২০২৫ সালের শুরুতেই এই নতুন ইপিএফও নীতি ঘোষণা করতে পারে সরকার। আগামী বছর মে-জুন মাস থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: Viral News: ধোসা বিক্রি করে মাসে ৬ লাখ আয় ! দিতে হয় না ট্যাক্সও- ভাইরাল পোস্টে শোরগোল নেটপাড়ায়