EPFO Update: পেটিএম ব্যাঙ্কের (Paytm) অ্যাকাউন্টের মাধ্যমে EPFO-র টাকা তোলা যাবে না আর। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বেঁধে দিয়েছে এমপ্লিয়জ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সংগঠনের ফিল্ড অফিসগুলিতে ইতিমধ্যেই এই বিষয়ে সার্কুলার জারি করেছে FPFO। এরফলে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে EPFO-র সঙ্গে লিঙ্ক আছে তাঁরা সমস্য়ায় পড়বেন।
Paytm পেমেন্ট ব্যাঙ্কে EPF-ক্লেইমে নিষেধাজ্ঞা!
EPFO 8 ফেব্রুয়ারি 2024-এ সমস্ত ফিল্ড অফিসে একটি সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে লেখা আছে, ব্যাঙ্কিং সেকশন 1 নভেম্বর 2023-এ Paytm পেমেন্টস ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে EPF দাবির পেমেন্ট নিষ্পত্তি করার জন্য একটি আদেশ জারি করেছিল। এছাড়াও 31 জানুয়ারি 2024-এ রিজার্ভ ব্যাঙ্ক 29 ফেব্রুয়ারি 2024 থেকে Paytm পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট বা জমা লেনদেন নিষিদ্ধ করেছে।
আজ কী হয়েছে স্টকের অবস্থা ?
সকালেই আজ বাজার শুরু হতেই পড়তে থাকে পেটিএমের শেয়ার। একটা সময় ৯ শতাংশের নীচে চলে যায় স্টক। এরপর ৯.৯৯ শতাংশ নীচে নেমে লোয়ার সার্কিট লাগে স্টকে। ওয়ান 97 কমিউনিকেশনস লিমিটেড (Paytm)এর শেয়ারগুলি গত দুই সেশনে কিছু হারানো জায়গা পুনরুদ্ধার করার পরে বৃহস্পতিবার ফের ধসের গ্রাসে চলে যায়। BSE-তে স্টকটি 9.31 শতাংশ কমে 450 টাকায় নেমে এসেছে।
কেন হঠাৎ এই অবস্থা
মিডিয়া রিপোর্ট বলছে,দেশের বৃহত্তম সিকিউরিটিজ ডিপোজিটরি সিডিএসএল বর্তমানে গ্রাহক যাচাইকরণ প্রক্রিয়া শুরু করছে Paytm Money-তে। এরপরই Paytm-এর শেয়ারের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার পর know-your-customer (KYC) প্রক্রিয়ার যাচাইকরণ নিয়ে অভিযান শুরু করেছে সিডিএসএল। যার জেরে স্টকের এই অবস্থা।
আশঙ্কা কমল না পেটিএমের শেয়ারে (Paytm Share Price)। নতুন করে সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ফের বিপদে বাড়তে পারে এই ফিনটেক সংস্থার (Fintech Company)। এবার লাইসেন্স বাতিলের খবর রটছে পেটিএমকে (Paytm Share Price) ঘিরে।
Paytm পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথা ভাবছে RBI?
Moneycontrol.com-এর রিপোর্ট বলছে, বর্তমানে সংকটে থাকা Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথাও ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI ব্যবসা বন্ধ করতে এবং লেনদেন নিষ্পত্তি করার জন্য Paytm পেমেন্টস ব্যাঙ্ককে 15 মার্চ, 2024 এর সময়সীমা দিয়েছে। এরপরে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
মানিকন্ট্রোল সূত্রের কথা বলে,আরবিআই এর এই উদ্দেশ্যের কথা বলেছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে আর্থিক সমস্যায় আটকে থাকা Paytm-এর বিপদে বাড়বে। সূত্রের আরও বলছে, আগামী কয়েকদিনের মধ্যে পেটিএমের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের হাতে ১৫ মার্চ পর্যন্ত সময়
শোনা যাচ্ছে, RBI Paytm পেমেন্টস ব্যাঙ্ককে 15 মার্চের মধ্যে থাকা সমস্ত লেনদেন এবং নোডাল অ্যাকাউন্ট নিষ্পত্তি করতে বলেছে। রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে, এই তারিখের পরে কোনও লেনদেন করা উচিত নয়। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক Paytm পেমেন্ট ব্যাঙ্কের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে।