নয়াদিল্লি: মুকেশ অম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও প্ল্যাটফর্মের প্রায় ১০ শতাংশ মালিকানা কিনতে চলেছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ফেসবুক। ওই চুক্তির মূল্য ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা)। বুধবার মার্ক জুকেরবার্গের সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় সোশাল মিডিয়ার দাবি, বিশ্বে নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতেই জিও-র সঙ্গে তাদের এই গাঁটছড়া।
পরে, রিলায়েন্সের তরফেও একটি পৃথত বিবৃতির মাধ্যমে জানানো হয়, জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে চলেছে ফেসবুক। এই সংস্থার ৯.৯৯ শতাংশ অংশ কিনছে মার্কিন সংস্থা। সেখানে বলা হয়েছে,
ফেসবুকের এই চুক্তির ভিত্তিতে জিও প্ল্যাটফর্মের মোট মূল্য দাঁড়াচ্ছে ৬৫.৯৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৬২ লক্ষ কোটি টাকা)।
বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল)-এর আওতাধীন সংস্থা হল জিও প্ল্যাটফর্ম। মূলত, রিলায়েন্সের ডিজিটাল পরিষেবা প্রদান করে থাকে এই সংস্থা। আবার এই জিও প্ল্যাটফর্মের আওতাধীন হল রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, যাদের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৩৮.৮ কোটি।
প্রসঙ্গত, ঋণের বোঝা লাঘব করতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যবসায় বিলগ্নীকরণের চেষ্টা চালাচ্ছে রিলায়েন্স। যেমন, ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি তেল শোধন সংস্থা আরামকোকে নিজের ২০ শতাংশ বেচে দেওয়ার আলোচনা চালাচ্ছে রিলায়েন্স (পেট্রো)। গুগলের সঙ্গেও একটি পৃথক বিলগ্নীকরণের আলোচনা চলছে। যদিও, সেই নিয়ে কোনও বিস্তারিত তথ্য কোনও পক্ষ প্রকাশ করেনি।
বিশেষজ্ঞদের মতে, জিও প্ল্যাটফর্মের সঙ্গে এই চুক্তির ফলে, ভারতে আরও বিস্তার লাভ করবে ফেসবুক। বিশ্বে চিনের পর ফেসবুকের সর্ববৃহৎ গ্রাহক সংখ্যা ভারতে। ইতিমধ্যেই, ভারতে ৪০ কোটির বেশি গ্রাহক রয়েছে এই মার্কিন সংস্থার মালিকানাধীন আরেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, ভারতে পেমেন্ট পোর্টাল খুলতে চাইছে ফেসবুক। ফলে, টেলিকম সংস্থার সঙ্গে গাঁটছড়ায় জনসাধারণের কাছে পৌঁছতে সুবিধে হবে।
এই অংশীদারি প্রসঙ্গে রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি বলেন,
একইভাবে, ফেসবুক পোস্টে জুকেরবার্গ বলেন, বিশ্বে এখন অনেক কিছু ঘটে চলেছে। তবে আমি ভারতে আমাদের কাজ সম্পর্কে একটি তথ্য ভাগ করে নিতে চাই। জিও প্ল্যাটফর্মের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ফেসবুক। আমরা সেখানে আর্থিক বিনিয়োগ করছি। বেশ কিছু বড় প্রকল্পে আমরা একযোগে কাজ করব এবং ভারতে ব্যবসা বৃদ্ধির সুযোগকে কাজে লাগাব।